ঢাকা, বুধবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

রোহিঙ্গা ভোটার: ইসির ৪ কর্মচারী পুলিশ হেফাজতে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩১ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০১৯
রোহিঙ্গা ভোটার: ইসির ৪ কর্মচারী পুলিশ হেফাজতে ফাইল ফটো

চট্টগ্রাম: জেলা নির্বাচন কার্যালয়ের চারজন কর্মচারীকে (অস্থায়ী) জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে পুলিশ।

রোববার (২২ সেপ্টেম্বর) সকালে তাদের জেলা নির্বাচন কার্যালয়ে এক দফা জিজ্ঞাসাবাদ করে পুলিশের কাউন্টার টেররিজম ইউনিট।

এদের মধ্যে একজন ডবলমুরিং থানা নির্বাচন কার্যালয়, একজন বন্দর থানা নির্বাচন কার্যালয়, বাকি দুজন কোতোয়ালী থানা নির্বাচন কার্যালয়ে ডাটা এন্ট্রি অপারেটর হিসেবে কর্মরত আছেন।

হেফাজতে নেওয়ার বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মো. মুনীর হোসাইন খান। তিনি বলেন, তাদেরকে প্রথমে নির্বাচন কার্যালয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।

পরে অতিরিক্ত জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেয়।

বাংলাদেশ সময়: ১৩২৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০১৯
এসইউ/এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।