ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রামে তিন ক্লাবে র‌্যাবের অভিযান

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৩৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০১৯
চট্টগ্রামে তিন ক্লাবে র‌্যাবের অভিযান

চট্টগ্রাম: মাদক ও অনিয়মের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ঢাকার পর এবার চট্টগ্রামের তিনটি ক্লাবে অভিযান চালাচ্ছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যরা।

শনিবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যা সাতটা থেকে নগরীর হালিশহর আবাহনী ক্লাব, সদরঘাটের মোহামেডান ক্লাব ও বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রে এ অভিযান চালানো হচ্ছে।

র‌্যাব-৭ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট নিজাম উদ্দিন বাংলানিউজকে বলেন, মাদক ও অনিয়মের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ওই তিনটি ক্লাবে অভিযান চালানো হচ্ছে।

এর মধ্যে মোহামেডান ও আবাহনী ক্লাব ঘিরে রাখা হয়েছে। মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রে অভিযান প্রায় শেষ পর্যায়ে।
এখনও কাউকে আটক করা যায়নি।

বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়াচক্র থেকে দু'টি ধারালো অস্ত্র ও বেশ কিছু সরঞ্জাম উদ্ধার করা হয়েছে বলে জানান র‌্যাবের এই নির্বাহী ম্যাজিস্ট্রেট।

বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়াচক্র ক্লাবে দেখা যায়, ক্লাবটির ভেতরে তিনটি কক্ষ রয়েছে। তবে তিনটি কক্ষতে নিচে পানি জমে থাকতে দেখা গেছে। এর মধ্যে বড় কক্ষটিতে বিভিন্ন ধরনের খেলার বোর্ড রয়েছে।

বাংলাদেশ সময়: ২০৩০ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০১৯
 জেইউ/টিসি/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।