ঢাকা, বৃহস্পতিবার, ১৯ আষাঢ় ১৪৩২, ০৩ জুলাই ২০২৫, ০৭ মহররম ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

রাউজান আ'লীগের সম্মেলন উদ্বোধন করলেন ফজলে করিম

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:১০, সেপ্টেম্বর ২১, ২০১৯
রাউজান আ'লীগের সম্মেলন উদ্বোধন করলেন ফজলে করিম রাউজান আ'লীগের সম্মেলন।

চট্টগ্রাম: রাউজান উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন উদ্বোধন করেছেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী।

শনিবার (২১ সেপ্টেম্বর) বিকেলে বেলুন, ফেস্টুন ও পায়রা উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করেন তিনি।

রাউজান সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে আয়োজিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে আছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন।

তিনি জাতীয় পতাকা উত্তোলন করেন।

বিশেষ অতিথি থাকবেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের প্রচার সম্পাদক ড. হাছান মাহমুদ।

সম্মেলনের প্রধান বক্তা উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান এমএ সালাম। সভাপতিত্ব করছেন সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক কাজী আবদুল ওহাব।

বাংলাদেশ সময়: ১৫৪২ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০১৯
এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।