চট্টগ্রাম-রাঙামাটি সড়কের হালদা সেতুর উত্তর পাড় থেকে শুরু করে পুরো রাউজান সাজানো হয়েছে আওয়ামী লীগের নেতাদের ছবি, ব্যানার, ফেস্টুন ও গেইট দিয়ে।
শনিবার (২১ সেপ্টেম্বর) বেলা দেড়টা থেকে মুক্তিযোদ্ধা, পৌরসভা ও বিভিন্ন ইউনিয়ন, ওয়ার্ড আওয়ামী লীগের নেতা-কর্মী, কাউন্সিলররা সম্মেলনে আসতে থাকেন।
আনুষ্ঠানিক কার্যক্রম শুরুর আগেই রাউজান সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ মাঠের সম্মেলনস্থল পূর্ণ হয়ে যায়।
সম্মেলনে প্রধান অতিথি থাকবেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন।
বিশেষ অতিথি থাকবেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের প্রচার সম্পাদক ড. হাছান মাহমুদ।
সম্মেলনের প্রধান বক্তা উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান এমএ সালাম।
উদ্বোধন করবেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী।
সভাপতিত্ব করবেন সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক কাজী আবদুল ওহাব।
সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব আনোয়ারুল ইসলাম বাংলানিউজকে বলেন, সম্মেলনকে ঘিরে বেশ কিছু দিন ধরে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। একটি সুশৃঙ্খল সম্মেলন উপহার দিতে পারবো আশাকরি।
বাংলাদেশ সময়: ১৪৪৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০১৯
এআর/টিসি