bangla news

জুয়ার অভিযোগ: হ্যাংআউটের মালিক-কর্মচারী আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৯-০৯-২০ ১০:২৮:১২ পিএম
হ্যাংআউট সিলগালা, মালিক আটক। ছবি: সোহেল সরওয়ার

হ্যাংআউট সিলগালা, মালিক আটক। ছবি: সোহেল সরওয়ার

চট্টগ্রাম: জুয়া ও মাদকের আসর বসানোর অভিযোগে নগরের কাজীর দেউড়ির আলমাস ভবনে হ্যাংআউট নামের একটি পুল, স্নোকার এবং ফুড জোনে অভিযান চালিয়েছে পুলিশ।

শুক্রবার (২০ সেপ্টেম্বর) রাতে কোতোয়ালী থানা পুলিশ এ অভিযান চালায়।

প্রায় দুই ঘণ্টার এ অভিযানে হ্যাংআউটের মালিক গোলাম রসুল বাবুর ছেলে খালিদ উজ জামান এবং কর্মচারী রুবেল হোসেনকে আটক করা হয়।

হ্যাংআউট সিলগালা, মালিক আটক। ছবি: সোহেল সরওয়ার

পুলিশ জানিয়েছে, ওই জায়গায় পুল এবং স্নোকার খেলার আড়ালে জুয়া চলতো। বসতো মাদকের আসর। সুনির্দিষ্ট অভিযোগের প্রেক্ষিতে সেখানে অভিযান পরিচালনা করা হয়েছে।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন বাংলানিউজকে জানান, সুনির্দিষ্ট অভিযোগের প্রেক্ষিতে হ্যাংআউটে অভিযান চালিয়েছে পুলিশ। জিজ্ঞাসাবাদের জন্য এর মালিক ও কর্মচারীকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ শেষে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

শুক্রবার রাত ৮টা থেকে আলমাস ভবনের দ্বিতীয় তলায় অবস্থিত হ্যাংআউটে অভিযান শুরু করে পুলিশ। এ সময় সেখানে পুল এবং স্নোকার খেলা অবস্থায় ২৫-৩০ জন যুবক এবং কিশোরকে পাওয়া যায়। তবে তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ২২২৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০১৯
এমআর/টিসি

ক্লিক করুন, আরো পড়ুন :   চট্টগ্রাম পুলিশ
        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
cache_14 2019-09-20 22:28:12