ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রামে ২৪ রোহিঙ্গা গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩১৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০১৯
চট্টগ্রামে ২৪ রোহিঙ্গা গ্রেফতার

চট্টগ্রাম: পটিয়া পৌরসভার গোবিন্দরখীল এলাকা থেকে ২৪ জন রোহিঙ্গাকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (২০ সেপ্টেম্বর) ভোরে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয় বলে জানিয়েছেন পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বোরহান উদ্দীন।

তিনি বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গোবিন্দরখীল এলাকা থেকে ২৪ জন রোহিঙ্গাকে গ্রেফতার করা হয়।

তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।

পুলিশের হাতে গ্রেফতার ২৪ রোহিঙ্গা হলেন, নেজাম উদ্দীন (৬৫), জিয়াউর রহমান (১৯), শহীদুল ইসলাম (১৯), শফিক আলম (১৯), আবুল কালাম (৪২), বশির আহমদ (৫৫), আবু মোনাফ (৬০), আলি আহমদ (১৯), আবদুস সালাম (৪৮), মো. জুনায়েদ (৪২), মো. হোসেন (২১), জিয়াউর রহমান (১৯), সাইফুল ইসলাম (১৯), মো. ইউসুফ (২০), নবী হোসেন (২৭), মো. আমিন (৪২), মো. ইলিয়াছ (৩০), আবদুর রাজ্জাক (২৫), নুরুল আমিন (৪০), মো. কাসেম (৩৯), আনোয়ার ছাদেক (২১), আহমদ কবির (৪৫), মুজিবুর রহমান (১৯) এবং শরিফ (১৯)।

বাংলাদেশ সময়: ১৯১৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০১৯
এমআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।