ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

সবজি ও মাছের দাম অপরিবর্তিত

নিউজরুম এডিটর | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০১৯
সবজি ও মাছের দাম অপরিবর্তিত ...

চট্টগ্রাম: গত সপ্তাহের মতোই চট্টগ্রামের বাজারে প্রায় একই দামে বিক্রি হচ্ছে বিভিন্ন সবজি ও মাছ। এছাড়া শীতকালীন সবজি বিক্রি হচ্ছে চড়া দামে। মাংসের দামও অপরিবর্তিত।

শুক্রবার (২০ সেপ্টেম্বর) রেয়াজউদ্দিন বাজার ঘুরে দেখা গেছে, প্রতি কেজি টমেটো ১১০ টাকা, শিম ১০০ টাকা, ফুলকপি ৫০ টাকা, বাঁধাকপি ৪০ টাকা, মুলা ৪০ টাকা, কাঁকরোল ৫০ টাকা, বেগুন ৬০ টাকা, বরবটি ৬০ টাকা, পটল ৫০ টাকা, ঢেঁড়স ৫০ টাকা, ঝিঙা ৫০ টাকা, গাজর ৪৫ টাকা, করলা ৫০ টাকা, মিষ্টি কুমড়া ৩০ টাকা ও পেঁপে ৩৫ টাকায় বিক্রি হচ্ছে।

মাছের বাজারে রূপচাঁদা ৬৫০ টাকা, লাল কোরাল ৫০০ টাকা ও চিংড়ি ৫০০ থেকে ৬০০ টাকা, তেলাপিয়া ১৩০ টাকা, রুই ২০০ থেকে ২৪০ টাকা, কাতলা ২৫০ টাকা, কৈ ২০০-২৫০ টাকা, ১ কেজি ওজনের ইলিশ ১ হাজার টাকায় বিক্রি হচ্ছে।

...এছাড়া প্রতিকেজি ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ১৪০ টাকা, সোনালি মুরগি ২৫০ টাকা, দেশি মুরগি ৪০০ টাকা পাকিস্তানি মুরগি বিক্রি হচ্ছে ২৪০ টাকায়। খাসির মাংস ৭৫০ টাকা, গরুর মাংস ৭০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

ফার্মের ডিম প্রতি ডজন বিক্রি হচ্ছে ১১০ টাকায়।

বাজার করতে আসা চাকুরীজীবী শামীম আহম্মেদ বাংলানিউজকে বলেন, পুরো সপ্তাহের জন্য সবজি ও মাছ কিনে রাখতে হয় বন্ধের দিনে। দাম গত সপ্তাহের মতোই আছে। টমেটো আর শিমের দাম কমছে না।

মাছ বিক্রেতারা জানান, হ্যাচারি থেকে আসা মাছের পর্যাপ্ত সরবরাহ আছে। প্রায় সব ধরনের মাছের দাম আগের মতোই আছে, তেমন বাড়েনি।

বাংলাদেশ সময়: ১০৫৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০১৯
এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad