ঢাকা, শনিবার, ৬ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

রোবট বানানো শিখলেন প্রিমিয়ার ইউনিভার্সিটির শিক্ষার্থীরা

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০১৯
রোবট বানানো শিখলেন প্রিমিয়ার ইউনিভার্সিটির শিক্ষার্থীরা ‘লাইন ফলোয়ার রোবট’ শীর্ষক কর্মশালা।

চট্টগ্রাম: হাতে কলমে রোবট বানানো শিখলেন প্রিমিয়ার ইউনিভার্সিটির ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা।

বুধবার (১৮ সেপ্টেম্বর) দুপুর ২টায় নগরের প্রবর্তক মোড়ের প্রিমিয়ার ইউনিভার্সিটি অডিটোরিয়ামে ইউনিভার্সিটির ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের উদ্যোগে ‘লাইন ফলোয়ার রোবট’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়।

এই কর্মশালায় প্রিমিয়ার ইউনিভার্সিটির ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগ ও কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ৬০জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

তারা ১০ গ্রুপে ভাগ হয়ে হাতে-কলমে লাইন ফলোয়ার রোবট তৈরি করতে শিখেন।

লাইন ফলোয়ার রোবট মূলত রোবটিক্স জগতের বেসিক রোবট।

এই রোবট তৈরি করতে শেখার মাধ্যমে শিক্ষার্থীরা তথ্য-প্রযুক্তি তথা রোবটিক্সে তাদের ভবিষ্যৎ গঠনের ক্ষেত্রে প্রাথমিক ধাপ সাফল্যের সাথে সম্পন্ন করলেন।

কর্মশালায় উপস্থিত ছিলেন প্রিমিয়ার ইউনিভার্সিটির প্রকৌশল অনুষদের ডিন প্রফেসর ড. তৌফিক সাঈদ, ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান টুটন চন্দ্র মল্লিক, প্রভাষক সরিৎ ধর, প্রভাষক রাহুল চৌধুরী, প্রভাষক সুমনা সেন, প্রভাষক মিনহাজ রাহাত, প্রভাষক সানজিদা তুনাজ, পিইউসি রোবটিক্স ক্লাবের সভাপতি শামসুল আরেফীন রাজিত ও আইইইই প্রিমিয়ার ইউনিভার্সিটি স্টুডেন্ট ব্রাঞ্চের চেয়ারম্যান রনি চৌধুরী।

প্রফেসর ড. তৌফিক সাঈদ কর্মশালায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, বর্তমান তথ্য প্রযুক্তির যুগে নিজেকে তাল মিলিয়ে নিতে হলে নতুন নতুন প্রযুক্তির সঙ্গে  পরিচিত হতে হবে। ২০ বছর আগেও বাংলাদেশে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কথা কেউ কল্পনা করতে পারেনি। বর্তমান সরকারের সঠিক ও যুগোপযোগী পদক্ষেপের মাধ্যমে বাংলাদেশের রূপপুরে তৈরি হচ্ছে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র।

বাংলাদেশ সময়: ১১৩৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০১৯
জেইউ/এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।