ঢাকা, মঙ্গলবার, ৫ চৈত্র ১৪৩০, ১৯ মার্চ ২০২৪, ০৮ রমজান ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

ভারতীয় দূতাবাসের সামনে থেকে রোহিঙ্গা সন্দেহে আটক ১৮

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২১৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০১৯
ভারতীয় দূতাবাসের সামনে থেকে রোহিঙ্গা সন্দেহে আটক ১৮

চট্টগ্রাম: নগরের খুলশী এলাকায় ভারতীয় সহকারী হাইকমিশন কার্যালয়ের সামনে থেকে রোহিঙ্গা সন্দেহে ১৮ জনকে আটক করেছে নগর গোয়েন্দা পুলিশ।

বুধবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে তাদের আটক করা হয় বলে জানিয়েছেন নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (উত্তর) মির্জা সায়েম মাহমুদ।

তিনি বাংলানিউজকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ভারতীয় সহকারী হাইকমিশন কার্যালয়ের সামনে থেকে রোহিঙ্গা সন্দেহে ১৮ জনকে আটক করা হয়েছে।

তাদের মধ্যে ১৭ জনের নিজ নিজ নামে পাসপোর্ট রয়েছে।

পুলিশ কর্মকর্তা মির্জা সায়েম মাহমুদ জানান, আটক ব্যক্তিদের পাসপোর্ট ও এনআইডি যাচাইয়ের জন্য সংশ্লিষ্ট থানা এবং জেলা নির্বাচন কার্যালয়ে পাঠানো হয়েছে।

সেখানে যাচাই-বাছাই শেষে বলা যাবে তারা আদৌ রোহিঙ্গা কী না।

‘আটক ব্যক্তিদের মধ্যে কেউ রোহিঙ্গা থাকলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এবং অন্যদের ছেড়ে দেওয়া হবে। ’ যোগ করেন তিনি।

বাংলাদেশ সময়: ২২১০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০১৯
এমআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।