ঢাকা, মঙ্গলবার, ৫ চৈত্র ১৪৩০, ১৯ মার্চ ২০২৪, ০৮ রমজান ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

বাচ্চুর ‘রুপালি গিটার’ উদ্বোধন করলেন মেয়র নাছির

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১২৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০১৯
বাচ্চুর ‘রুপালি গিটার’ উদ্বোধন করলেন মেয়র নাছির প্রবর্তকে রুপালি গিটার উদ্বোধন করেন মেয়র আ জ ম নাছির উদ্দীন

চট্টগ্রাম: বর্ণিল আয়োজনে নগরের প্রবর্তক মোড়ে কিংবদন্তি ব্যান্ডশিল্পী আইয়ুব বাচ্চুর স্মৃতি জাগরূক রাখতে স্থাপিত ‘রুপালি গিটার’ উদ্বোধন করেছেন মেয়র আ জ ম নাছির উদ্দীন।

বুধবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় প্রবর্তক মোড়ে এ উপলক্ষে বসেছিল বাচ্চু ভক্তদের মিলনমেলা।

>> রুপালি গিটারে ফোয়ারার জলে শোকের আবহ

মেয়র আজম নাছির উদ্দীন বলেন, জনপ্রিয় ব্যান্ড শিল্পী আইয়ুব বাচ্চুর স্মৃতি রক্ষার্থে স্থাপন করা হলো এ রুপালি গিটার।

বাচ্চুর মতো প্রত্যেককে দেশ এবং সমাজের জন্য কাজ করে যেতে হবে। তাহলে জীবন ও কর্ম থেকে, স্মৃতি থেকে মৃত্যুর পরও মানুষ প্রেরণা পাবে।
 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইয়ুব বাচ্চুর সহোদর ইরফান ছট্টু, চসিকের প্রধান নগর পরিকল্পনাবিদ একেএম রেজাউল করিম, চসিক প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সামসুদ্দোহা  এবং প্রকল্প বাস্তবায়ন সংস্থা স্ক্রিপট এবং অডিওস ইঙ্কের কর্মকর্তারা।

৩ কোটি টাকা ব্যয়ে সৌন্দর্যবর্ধন প্রকল্পের অংশ হিসেবে গিটারটি স্থাপিত হয়েছে। কেডিএসের অর্থায়নে আউট সোর্সিংয়ের মাধ্যমে বাস্তবায়িত এ প্রকল্পের আওতায় রয়েছে সড়কের বিউটিফিকেশন, ওয়াকওয়ে নির্মাণ, দেয়ালে ম্যুরাল ও সবুজায়ন।

বাংলাদেশ সময়: ২১১৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০১৯
এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।