ঢাকা, মঙ্গলবার, ৫ চৈত্র ১৪৩০, ১৯ মার্চ ২০২৪, ০৮ রমজান ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

প্যাকেটের দাম কেটে বেশি দামে ওষুধ বিক্রি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩১৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০১৯
প্যাকেটের দাম কেটে বেশি দামে ওষুধ বিক্রি ভ্রাম্যমাণ আদালতের অভিযান

চট্টগ্রাম: রাউজানে ওষুধের প্যাকেটের মূল্য কেটে বেশি মূল্য লিখে বিক্রিসহ একাধিক অপরাধে তিন ফার্মেসিকে ৩৬ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় প্রায় ২০ হাজার টাকার ওষুধ জব্দ করে ধ্বংস করা হয়।

বুধবার (১৮ সেপ্টেম্বর) রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা জুনায়েদ কবির সোহাগের নেতৃত্বে পরিচালিত অভিযানে উপস্থিত ছিলেন ঔষুধ প্রশাসন অধিদফতরের তত্ত্বাবধায়ক কামরুল হাসান।

বাংলানিউজকে ঔষুধ তত্ত্বাবধায়ক কামরুল হাসান বলেন, ওষুধের প্যাকেটের গায়ে লেখা মূল্য কেটে অতিরিক্ত মূল্য লিখে ওষুধ বিক্রি করার অপরাধে মেডিসিন হলকে ১৬ হাজার, অনুমোদনহীন বিদেশি ভ্যাকসিন বিক্রির অপরাধে মল্লিক ফার্মেসিকে ১০ হাজার, নিষিদ্ধ ওষুধ বিক্রির অপরাধে জনসেবা ফার্মেসিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

পাশাপাশি জব্দ প্রায় ২০ হাজার টাকা মূল্যের ওষুধ ধ্বংস করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮২৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০১৯
এসইউ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।