ঢাকা, মঙ্গলবার, ৫ চৈত্র ১৪৩০, ১৯ মার্চ ২০২৪, ০৮ রমজান ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

বিমানবন্দরে ৩০ লাখ টাকার সিগারেট-মোবাইল জব্দ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২২ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০১৯
বিমানবন্দরে ৩০ লাখ টাকার সিগারেট-মোবাইল জব্দ

চট্টগ্রাম: শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে মধ্যপ্রাচ্য থেকে আসা দুইটি ফ্লাইটের তিন যাত্রীর কাছ থেকে ৩০ লাখ টাকার মোবাইল সেট, সিগারেট ও মদ জব্দ করেছে কাস্টম হাউসের কর্মকর্তারা।

বুধবার (১৮ সেপ্টেম্বর) এসব পণ্য জব্দ করা হয় বলে বাংলানিউজকে জানান সহকারী কমিশনার মো. আমিনুল ইসলাম।

তিনি জানান, দুবাই থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি ১৪৮ ফ্লাইটের যাত্রী মহিউদ্দিনের লাগেজ স্ক্যানিংয়ের সময় সন্দেহজনক পণ্যের অস্তিত্ব পাওয়া যায়।

এরপর তল্লাশি করে ৮০ কার্টন (১৬ হাজার শলাকা) বিভিন্ন ব্রান্ডের সিগারেট পাওয়া যায়। মহিউদ্দিনের বাড়ি সাতকানিয়া উপজেলায়।

শারজাহ থেকে আসা এয়ার এরাবিয়ার জি ৯৫২১ ফ্লাইটের যাত্রী মিজানুর রহমানের লাগেজ ও পকেটে ৭৯টি মোবাইল সেট পাওয়া যায়। তার বাড়ি লোহাগাড়া উপজেলায়।  

এ ছাড়া একই ফ্লাইটের আরেকজন যাত্রীর কাছে ১৩টি মোবাইল সেট ও ৭ লিটার মদ জব্দ করা হয়েছে।

জব্দ করা পণ্যের বাজার মূল্য ৩০ লাখ টাকা বলে জানান আমিনুল ইসলাম।

কাস্টম হাউসের যুগ্ম কমিশনার নাহিদ নওশাদ মুকুল বাংলানিউজকে বলেন, চোরাচালান প্রতিরোধ ও রাজস্ব ফাঁকি রোধে কঠোর অবস্থানে রয়েছে কাস্টম হাউস কর্তৃপক্ষ। নিয়মিত তল্লাশি, স্ক্যানিংয়ের পাশাপাশি গোপন সংবাদের ভিত্তিতে অভিযান অব্যাহত রয়েছে।

বাংলাদেশ সময়: ১৪১৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০১৯
এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।