ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

পরিবেশ দূষণে দুই কারখানা, ২৫ লাখ টাকা জরিমানা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২২৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১৯
পরিবেশ দূষণে দুই কারখানা, ২৫ লাখ টাকা জরিমানা

চট্টগ্রাম: দুটি কারখানার একটিতেও তরল বর্জ্য শোধনাগার নেই, নেই পরিবেশ ছাড়পত্রও। এমনকি ল্যাব প্রতিবেদনে কারখানা দুটি যে বায়ু দূষণ করছে, সেটিরও প্রমাণ পেয়েছে পরিবেশ অধিদফতর।

তাই চট্টগ্রামের সীতাকুণ্ডে শীতলপুর অটো স্টিল মিলস লিমিটেডকে ২৫ লাখ ও ইনফিনিয়া নিটিং অ্যান্ড ডাইং মিল লিমিটেডকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (১৬ সেপ্টেম্বর) প্রতিষ্ঠানটির দুটির প্রতিনিধিদের উপস্থিতিতে পরিবেশ অধিদফতরের কার্যালয়ে শুনানির পর এই জরিমানা ধার্য করা হয়।

জরিমানার আদেশ দেন চট্টগ্রাম অঞ্চলের পরিচালক মোহাম্মদ মোয়াজ্জেম হোসাইন।

মোহাম্মদ মোয়াজ্জেম হোসাইন বাংলানিউজকে বলেন, স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে ওই দুটি কারখানার বিষয়ে তদন্তে নেমে পরিবেশ দূষণের প্রমাণ পেয়েছি।

দুই কারখানার পরিবেশ ছাড়পত্র নেই। শীতলপুর অটো স্টিল মিলস লিমিটেড পুরোনো পদ্ধতিতে কারখানা পরিচালনা করছিল। এছাড়া ইনফিনিয়া নিটিং অ্যান্ড ডাইং মিল লিমিটেডের বিভিন্ন ক্ষতিকর তরল বর্জ্য সিওডি এবং বিওডি বেশি।

বাংলাদেশ সময়:১০১৫ ঘণ্টা, ১৬ সেপ্টেম্বর, ২০১৯

জেইউ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।