ঢাকা, বৃহস্পতিবার, ২৫ আষাঢ় ১৪৩২, ১০ জুলাই ২০২৫, ১৪ মহররম ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

লাখ টাকার মহিষ চুরির সময় হাতেনাতে ধরা!

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:১৩, সেপ্টেম্বর ১৬, ২০১৯
লাখ টাকার মহিষ চুরির সময় হাতেনাতে ধরা!

চট্টগ্রাম: পটিয়া উপজেলার কেলিশহর এলাকায় মহিষ চুরি করে পিক-আপে তুলে নিয়ে যাওয়ার সময় এক শিশুসহ পাঁচজনকে হাতেনাতে ধরেছে পুলিশ।

সোমবার (১৬ সেপ্টেম্বর) ভোররাত তিনটার দিকে এ ঘটনা ঘটে।

পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বোরহান উদ্দিন বাংলানিউজকে জানান, পটিয়া থেকে মহিষ চুরির সময় পাঁচ চোরকে পিক-আপসহ গ্রেফতার করেছে টহল পুলিশ।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে চোরেরা পুলিশকে জানিয়েছে, চোরাই মহিষটি লোহাগাড়া নিয়ে যাওয়ার পরিকল্পনা ছিল। গবাদি পশু চুরি করাই তাদের পেশা।

মহিষের মালিককে খবর দেওয়া হয়েছে জানিয়ে ওসি বলেন, পিক-আপটি জব্দ করা হয়েছে। চোরদের বিরুদ্ধে মামলা দায়ের প্রক্রিয়া চলছে।

বাংলাদেশ সময়: ১২০৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০১৯
এআর/এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।