ঢাকা, মঙ্গলবার, ২৪ আষাঢ় ১৪৩২, ০৮ জুলাই ২০২৫, ১২ মহররম ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

জামিনে মুক্ত আওয়ামী লীগ নেতা মাসুম

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০:৫১, সেপ্টেম্বর ১৬, ২০১৯
জামিনে মুক্ত আওয়ামী লীগ নেতা মাসুম দিদারুল আলম মাসুম

চট্টগ্রাম: জামিনে মুক্তি পেয়েছেন লালখান বাজার ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দিদারুল আলম মাসুম। তিনি ছাত্রলীগ নেতা সুদীপ্ত বিশ্বাস হত্যা মামলায় কারাগারে ছিলেন।

রোববার (১৫ সেপ্টেম্বর) বিকেলে উচ্চ আদালত থেকে জামিন নিয়ে তিনি কারামুক্ত হন।

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মো. কামাল উদ্দিন বলেন, হাইকোর্ট থেকে জামিনের আদেশ কারাগারে পৌঁছানোর পর দিদারুল আলম মাসুমকে মুক্তি দেওয়া হয়েছে।

গত ৪ আগস্ট রাতে রাজধানীর বনানী থেকে মাসুমকে গ্রেফতার করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। পরে জিজ্ঞাসাবাদের জন্য মাসুমের দুইদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

২০১৭ সালের ৬ অক্টোবর সকালে নগরের সদরঘাট দক্ষিণ নালাপাড়ায় নিজ বাসার সামনে নগর ছাত্রলীগের সহ-সম্পাদক সুদীপ্ত বিশ্বাসকে পিটিয়ে খুন করা হয়। এ ঘটনায় দায়ের করা মামলায় মাসুমকে আসামি করা হয়।

বাংলাদেশ সময়: ২০৫০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০১৯
এসইউ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।