ঢাকা, শনিবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

দুই নম্বর গেটে তেলবাহী ওয়াগনের তিন বগি লাইনচ্যুত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০১৯
দুই নম্বর গেটে তেলবাহী ওয়াগনের তিন বগি লাইনচ্যুত

চট্টগ্রাম:  নগরের পাইচলাইশ থানার দুই নম্বর গেট এলাকায় দোহাজারীগামী তেলবাহী ওয়াগনের তিন বগি লাইনচ্যুত হয়েছে। তবে এতে কোনো ক্ষয়-ক্ষতি হয়নি বলে জানিয়েছে রেলওয়ে।

রোববার (১৫ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে রেলক্রসিংয়ের ফরিদ মাজারের সামনে এ দুর্ঘটনা ঘটে।

লাইনচ্যুত বগির মধ্যে একটি বগি ইতিমধ্যে উদ্ধার করা হয়েছে।

বাকি বগিগুলো উদ্ধারের চেষ্টা চালাচ্ছে রেলওয়ের প্রকৌশল বিভাগ।

রেলওয়ের পূর্বাঞ্চলের বিভাগীয় ব্যবস্থাপক বোরহান উদ্দিন বাংলানিউজকে বলেন, তেলবাহী ওই ওয়াগনের তিন বগি লাইনচ্যুত হয়।

তবে কোনো বগি তেমন ক্ষতিগ্রস্ত হয়নি। তেলও পড়েনি।

বাংলাদেশ সময়: ১৪৫০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০১৯

জেইউ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।