ঢাকা, বৃহস্পতিবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৮ এপ্রিল ২০২৪, ০৮ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

সাদার্নে চলছে শিক্ষক প্রশিক্ষণ

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০১৯
সাদার্নে চলছে শিক্ষক প্রশিক্ষণ সাদার্নে শিক্ষক প্রশিক্ষণ।

চট্টগ্রাম: উচ্চশিক্ষার গুণগত মান বৃদ্ধির লক্ষ্যে ১০ সপ্তাহব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মসূচি শুরু করেছে সাদার্ন ইউনিভার্সিটি কর্তৃপক্ষ।

সার্টিফিকেট ইন ইউনিভার্সিটি লার্নিং অ্যান্ড টিচিং শীর্ষক এ প্রশিক্ষণ কর্মসূচি বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাস বায়েজিদ আরেফিন নগরে শুরু হয়।

এতে অ্যাকাডেমিক বিভিন্ন বিষয়ে আন্তর্জাতিক ও গুণগত শিক্ষা অর্জনে শিক্ষকদের প্রশিক্ষণ দেবেন ব্রিটিশ কাউন্সিলের সাবেক পরিচালক ও সাদার্ন ইউনিভার্সিটির অ্যাকাডেমিক অ্যাডভাইজার ড. মার্ক বার্থোলোমিউ।

১০ সপ্তাহব্যাপী এ প্রশিক্ষণ কর্মসূচিতে প্রাথমিকভাবে গ্রুপ এ ও বি দুই ভাগে শিক্ষকদের প্রশিক্ষণ চলবে।

প্রশিক্ষণে ‘এ’ গ্রুপে অংশ নিয়েছেন বিভিন্ন বিভাগের সব ক্যাটাগরির ১৭ জন শিক্ষক।

আগামী ২৯ সেপ্টেম্বর থেকে ‘বি’ গ্রুপের প্রশিক্ষণ কর্মসূচি শুরু হবে।

প্রশিক্ষণে শিক্ষকদের মূলত ইংরেজি দক্ষতা, পড়ানোর কৌশল, লার্নিং আউটকাম, অ্যাসেসমেন্ট সিস্টেম, কারিকুলাম ডিজাইন ও সেল্ফ অ্যাসেসমেন্টসহ বিভিন্ন বিষয়ে গুণগত ও আন্তর্জাতিক মান অর্জনে প্রশিক্ষণ প্রদান করা হবে।

বাংলাদেশ সময়: ১২২০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০১৯
এমআর/এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad