ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

হেরা পর্বত-৮ জাহাজের ১২ নাবিক উদ্ধার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০১৯
হেরা পর্বত-৮ জাহাজের ১২ নাবিক উদ্ধার

চট্টগ্রাম: বঙ্গোপসাগরে সাঙ্গু গ্যাস ফিল্ডের কাছে ডুবে যাওয়া ‘এমভি হেরা পর্বত-৮’ জাহাজের নিখোঁজ নাবিকদের উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) ১১০০ টন কয়লা নিয়ে ঢাকার দিকে যাওয়ার সময় উত্তাল সাগরে জাহাজটি ডুবে যায়। এরপর দুপুরে তাদের একে একে উদ্ধার করা হয়।

বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনের যুগ্ম সম্পাদক মো. খোরশেদ আলম বাংলানিউজকে বলেন, জেলেদের নৌকা ভাসতে থাকা নাবিকদের উদ্ধার করে। এরপর তাদের ‘এমবি আল নামেরা-৪’ নামের আরেকটি জাহাজে তুলে দেওয়া হয়।

বর্তমানে নাবিকদের নিয়ে জাহাজটি কর্ণফুলীর বিজয়নগর এলাকায় অবস্থান করছে।

তিনি জানান, বৈরী আবহাওয়ার কারণে সাগর উত্তাল রয়েছে।

আরও খবর>> 

** ১১০০ টন কয়লাসহ ডুবলো হেরাপর্বত-৮, নিখোঁজ ১২ নাবিক

বাংলাদেশ সময়: ১৫২০ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০১৯
এআর/এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।