ঢাকা, শনিবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

বিমান ছিনতাই চেষ্টার ঘটনায় নায়িকা শিমলাকে জিজ্ঞাসাবাদ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০১৯
বিমান ছিনতাই চেষ্টার ঘটনায় নায়িকা শিমলাকে জিজ্ঞাসাবাদ গণমাধ্যমের সঙ্গে কথা বলেন নায়িকা শিমলা।

চট্টগ্রাম: চট্টগ্রামে বিমান ছিনতাই চেষ্টার ঘটনায় নায়িকা শিমলাকে জিজ্ঞাসাবাদ করছে কাউন্টার টেররিজম ইউনিট।

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে বলে বাংলানিউজকে জানিয়েছেন চট্টগ্রাম কাউন্টার টেররিজম ইউনিটের পরিদর্শক রাজেশ বড়ুয়া।

তিনি বলেন, এ মামলার তদন্তের স্বার্থে বেশ কিছু বিষয় জানার দরকার ছিল।

তাই নায়িকা শিমলাকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছে।

চলতি বছরের ২৪ ফেব্রুয়ারি সন্ধ্যায় বিমানের দুবাইগামী বিজি-১৪৭ ফ্লাইটটি ছিনতাইয়ের চেষ্টা করলে পাইলট তা শাহ আমানত বিমানবন্দরে জরুরি অবতরণ করান।

খবর পেয়ে দ্রুতই ঘটনাস্থলে ছুটে যায় ফায়ার সার্ভিসসহ আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। পরে কমান্ডো অভিযানে নিহত হয়েছে ছিনতাইচেষ্টাকারী।  

বাংলাদেশ সময়: ১৪৪৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০১৯ 
টিসি/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।