ঢাকা, শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

প্রিমিয়ার ভার্সিটির শিক্ষার্থীদের আদালত পরিদর্শন

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১০ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০১৯
প্রিমিয়ার ভার্সিটির শিক্ষার্থীদের আদালত পরিদর্শন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য দেন জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাঈল হোসাইন।

চট্টগ্রাম: নগরের হাজারি লেইন প্রিমিয়ার ইউনিভার্সিটি ভবনের আইন বিভাগের শিক্ষার্থীরা চট্টগ্রাম আদালত পরিদর্শন করেছেন।

সোমবার (৯ সেপ্টেম্বর) বিকাল ৪টায় বিভাগের ৩৫তম ব্যাচের শিক্ষার্থীরা আদালত পরিদর্শন করেন এবং চট্টগ্রাম জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাঈল হোসাইনের সঙ্গে সাক্ষাৎ করেন।

শিক্ষার্থীদেরকে আদালত পরিদর্শনের জন্য অভিনন্দন জানিয়ে জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাঈল হোসাইন আইনি বিষয়ে বিভিন্ন পরামর্শ দেন।

তিনি বলেন, আইনের শিক্ষার্থীরা সমাজ ও রাষ্ট্র গড়ার কারিগর। এসময় শিক্ষার্থীদের পড়ালেখায় মনোযোগ দেয়ার ব্যাপারেও তিনি গুরুত্বারোপ করেন।

শিক্ষার্থীদের তত্ত্বাবধানে ছিলেন বিভাগের প্রভাষক জাবেদ আরাফাত।

বাংলাদেশ সময়: ১২০৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০১৯
এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।