ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রামে ‘মেমসাহেব’ শরৎ মেলা শুরু

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৩০ ঘণ্টা, সেপ্টেম্বর ১১, ২০১৯
চট্টগ্রামে ‘মেমসাহেব’ শরৎ মেলা শুরু শরৎ মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. ইলিয়াস হোসেন

চট্টগ্রাম: জেলা প্রশাসক মো. ইলিয়াস হোসেন বলেছেন, অর্থনীতিকে শক্তিশালী করতে চাইলে উদ্যোক্তা তৈরির কোনো বিকল্প নেই। এ জন্য সরকার উদ্যোক্তাদের সহজ শর্তে ঋণ দিচ্ছে।

বুধবার (১১ সেপ্টেম্বর) নগরের শিল্পকলা একাডেমী প্রাঙ্গণে উদ্যোক্তাদের সংগঠন মেমসাহেব এর আয়োজনে পাঁচ দিনব্যাপী শরৎ মেলার উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

উদ্যোক্তাদের সাবলম্বী করতে সরকার ১০০ কোটি টাকা বরাদ্দ দিয়েছে বলে জানান জেলা প্রশাসক মো. ইলিয়াস হোসেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন উদ্যোক্তা সংগঠন মেমসাহেব এর প্রতিষ্ঠাতা ফারিহা ইসলাম সুমাইয়া, মোহাইমিনুল হক সাজিদ, উপদেষ্টা প্রকৌশলী নাঈমুল ইসলাম চৌধুরী প্রমুখ।

মেলায় ২০টি স্টলে ৪০ জন উদ্যোক্তা তাদের নিজেদের তৈরি পণ্য নিয়ে অংশগ্রহণ করছেন।

প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত চলবে এ মেলা। শেষ হবে ১৫ সেপ্টেম্বর।

বাংলাদেশ সময়: ২১২৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১১, ২০১৯
এমআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।