ঢাকা, বুধবার, ১ শ্রাবণ ১৪৩২, ১৬ জুলাই ২০২৫, ২০ মহররম ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

এনায়েতবাজারে গ্যাসের অবৈধ সংযোগ বিচ্ছিন্ন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:১৭, সেপ্টেম্বর ১১, ২০১৯
এনায়েতবাজারে গ্যাসের অবৈধ সংযোগ বিচ্ছিন্ন

চট্টগ্রাম: নগরের এনায়েতবাজার বাটালি রোড এলাকায়  একটি ৬ তলা বিল্ডিংয়ে গ্যাসের অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।

বুধবার (১১ সেপ্টেম্বর) বেলা ১১টায় হোসাইন স্যানিটারি বিল্ডিং নামে ওই ভবনে অভিযান চালায় কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কর্তৃপক্ষ।

মহিউদ্দিন দিলু নামে ওই ভবনের মালিক ১০ বছর ধরে অবৈধভাবে গ্যাস ব্যবহার করে আসছিলেন।

কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির ডেপুটি জেনালের ম্যানেজার (ভিজিল্যান্স) মো. শামসুল করিম বাংলানিউজকে বলেন, অবৈধ গ্যাস ব্যবহারের খবর পেয়ে ওই ভবনে অভিযান চালানো হয়। এসময় সংযোগ বিচ্ছিন্ন করা  হয়।

ভবন মালিকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট জোনকে অবহিত করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭০৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১১, ২০১৯

জেইউ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।