bangla news

ক্ল্যাসিক্যাল তবলা স্টুডেন্টস ফোরামের বর্ষপূর্তি

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৯-০৯-১০ ৫:৩৮:৫২ পিএম
ক্লাসিক্যাল তবলা স্টুডেন্ট'স ফোরাম বাংলাদেশের পরিবেশনা। ফাইল ছবি

ক্লাসিক্যাল তবলা স্টুডেন্ট'স ফোরাম বাংলাদেশের পরিবেশনা। ফাইল ছবি

চট্টগ্রাম: শাস্ত্রীয় সংগীতের চর্চা, প্রচার ও প্রসারের লক্ষ্যে গঠিত ক্লাসিক্যাল তবলা স্টুডেন্ট'স ফোরাম বাংলাদেশের প্রথম বর্ষপূর্তি অনুষ্ঠান ১৮ সেপ্টেম্বর বুধবার সন্ধ্যা সাড়ে ৬টায় থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রাম (টিআইসি) মিলনায়তনে অনুষ্ঠিত হবে।

‘পঞ্চসুর’ শীর্ষক এ অনুষ্ঠানে উপমহাদেশের প্রখ্যাত বংশীবাদক ও একুশে পদকপ্রাপ্ত গুণীব্যক্তিত্ব ক্যাপ্টেন আজিজুল ইসলাম প্রধান অতিথি থাকবেন।

বিশেষ অতিথি থাকবেন রক্তকরবীর পরিচালক ও ফুলকির অধ্যক্ষ শীলা মোমেন এবং জেলা শিশুবিষয়ক কর্মকর্তা নারগীস সুলতানা।

উদ্বোধন করবেন তবলাগুরু ওস্তাদ কিরন্ময় চৌধুরী।সভাপতিত্ব করবেন ফোরামের পরিচালক পলাশ দেব।

অনুষ্ঠানমালায় থাকবে তবলাসহ বিভিন্ন বাদ্যযন্ত্রের বৃন্দবাদন, উচ্চাঙ্গ সংগীত, তবলা লহরা ইত্যাদি। অনুষ্ঠানটি সবার জন্য উন্মুক্ত থাকবে।

বাংলাদেশ সময়: ১৭৩৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০১৯
এআর/টিসি

ক্লিক করুন, আরো পড়ুন :   চট্টগ্রাম
        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
cache_14 2019-09-10 17:38:52