ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রামে তাজিয়া মিছিলে ভক্তের ঢল

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০১৯
চট্টগ্রামে তাজিয়া মিছিলে ভক্তের ঢল মাওলানা আমজাদের নেতৃত্বে সদরঘাট ইমামবাড়া থেকে তাজিয়া মিছিল বের হয়।

চট্টগ্রাম: পবিত্র আশুরা উপলক্ষে প্রতিবছরের মতো এবারও নগরের সদরঘাট ইমামবাড়া থেকে তাজিয়া মিছিল বের হয়েছে।

মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) বেলা ১০টা থেকে জুলুস সহকারে মিছিলটি বের হয়। এতে নেতৃত্ব দেন মাওলানা আমজাদ।

মিছিলে অংশগ্রহণকারী ভক্তদের পরনে ছিল কালো পোশাক। মিছিলের সামনে ও পেছনে বিপুলসংখ্যক পুলিশ ছিলো।
 

মিছিলটি নগরের নিউমার্কেট, জিপিও, কোতোয়ালি মোড় ঘুরে আবার সদরঘাট ইমামবাড়ায় ফিরে আসে।

সদরঘাট থেকে বের হওয়া তাজিয়া মিছিলমাওলানা আজাদ বলেন, আশুরার শিক্ষা হচ্ছে ঐক্যবদ্ধ থাকতে হবে। পরস্পরের প্রতি ভ্রাতৃত্ববোধ বজায় রাখতে হবে। যত কঠিন বিপদই আসুক না কেন অসত্যের সঙ্গে আপস করা যাবে না।  

তিনি শান্তিপূর্ণভাবে তাজিয়া মিছিল সম্পন্ন এবং আশুরার কর্মসূচিতে সহায়তার জন্য সরকার ও প্রশাসনের প্রতি ধন্যবাদ জানান।

খুলশী ওয়ারল্যাস এলাকা থেকে সুন্নিয়া তাজিল মিছিল শুরু হয়।  ছবি: সোহেল সরওয়ারঅন্যদিকে দুপুরে খুলশী ওয়ারল্যাস এলাকা থেকে সুন্নিয়া তাজিল মিছিল নামে আরেকটি মিছিল শুরু হয়। সেখানেও ভক্তদের ঢল দেখা যায়।  মিছিলে বিভিন্ন ধর্মীয় স্থাপনার প্রতিকৃতি ছিলো।  

খুলশী ওয়ারল্যাস এলাকা থেকে সুন্নিয়া তাজিল মিছিল শুরু হয়।  ছবি: সোহেল সরওয়ারমিছিলটি নগরের নিউমার্কেট মোড় ঘুরে আবার খুলশী ওয়ারল্যাসে গিয়ে শেষ হয়।

বাংলাদেশ সময়: ১৩৪৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০১৯
এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।