bangla news

অবৈধ স্থাপনা উচ্ছেদ, ২০ কোটি টাকার জমি উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৯-০৯-০৯ ১০:০০:২২ পিএম
অভিযানে নেতৃত্ব দেন ম্যাজিস্ট্রেট মো. তৌহিদুল ইসলাম। ছবি: বাংলানিউজ

অভিযানে নেতৃত্ব দেন ম্যাজিস্ট্রেট মো. তৌহিদুল ইসলাম। ছবি: বাংলানিউজ

চট্টগ্রাম: নগরের হালিশহর মহিলা টেকনিক্যাল কলেজ এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালিয়েছে চট্টগ্রাম জেলা প্রশাসন। সোমবার (৯ সেপ্টেম্বর) দুপুরে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কাট্টলী সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) মো. তৌহিদুল ইসলাম।

অভিযানে অবৈধভাবে স্থাপন করা ৩টি সেমিপাকা ও ৮টি টিনশেড ঘর উচ্ছেদ করে ৩০টি  পরিবারকে সরিয়ে নেওয়া হয়। রেলওয়ে ও পিডিবির মালিকানাধীন ২০ কোটি টাকা মূল্যের জমি দখলমুক্ত করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বুঝিয়ে দেওয়া হয়।

উচ্ছেদের সময় পিডিবির উপ-প্রকল্প পরিচালক ও সুপারিন্টেন্ডেন্ট ইঞ্জিনিয়ার মো. শহীদুল আলমসহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২২০০ ঘণ্টা, সেপ্টেম্বর ০৯, ২০১৯
এমআর/টিসি

ক্লিক করুন, আরো পড়ুন :   চট্টগ্রাম চট্টগ্রাম জেলা প্রশাসন
        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
cache_14 2019-09-09 22:00:22