ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

জিপিএইচ ইস্পাতের কারখানায় শ্রমিক দগ্ধ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৩২ ঘণ্টা, সেপ্টেম্বর ৯, ২০১৯
জিপিএইচ ইস্পাতের কারখানায় শ্রমিক দগ্ধ

চট্টগ্রাম: সীতাকুণ্ডের কুমিরায় জিপিএইচ ইস্পাতের কারখানায় লোহার গলিত পদার্থ ছিটকে পড়ে এক শ্রমিক দগ্ধ হয়েছেন। দগ্ধ হওয়া মো. আরিফ (১৮) নামের ওই শ্রমিককে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

সোমবার (৯ সেপ্টেম্বর) এ দুর্ঘটনা ঘটে।

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আলাউদ্দিন তালুকদার বাংলানিউজকে জানান, আরিফের শরীরের চামড়া প্রায় পুড়ে গেছে।

তাকে হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে।

দগ্ধ শ্রমিক মো. আরিফ মুন্সিগঞ্জ জেলার ক্ষির মন্দির এলাকার আল আমিন হাওলাদারের ছেলে বলে জানান পুলিশ কর্মকর্তা আলাউদ্দিন তালুকদার।

বাংলাদেশ সময়: ২১৩০ ঘণ্টা, সেপ্টেম্বর ০৯, ২০১৯
এমআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad