ঢাকা, মঙ্গলবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৩ এপ্রিল ২০২৪, ১৩ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

চবির সব বিভাগে ‘মুক্তা’ পানি ব্যবহারের নির্দেশ

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১২৭ ঘণ্টা, সেপ্টেম্বর ৬, ২০১৯
চবির সব বিভাগে ‘মুক্তা’ পানি ব্যবহারের নির্দেশ মুক্তা পানির উদ্বোধন করেন প্রফেসর ড. শিরীণ আখতার

চট্টগ্রাম: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সব বিভাগে প্রতিবন্ধীদের তৈরি ‘মুক্তা’ ব্র্যান্ডের পানি নিয়মিত ব্যবহারের নির্দেশনা দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (উপাচার্যের দায়িত্বপ্রাপ্ত) প্রফেসর ড. শিরীণ আখতার।

সম্প্রতি চবিতে মুক্তা পানির ব্যবহারের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ নির্দেশনা দেন।

প্রফেসর ড. শিরীণ আখতার বলেন, প্রতিবন্ধীরা যে সমাজের বোঝা নয় বরং সম্পদ- তা এই মুক্তা পানিই প্রমাণ করে।

চবিতে আমরা সব কাজে মুক্তা পানি ব্যবহার করবো।

তিনি বলেন, প্রতিবন্ধীদের জীবনমান উন্নয়নে অংশীদার হতে পেরে আমরা আনন্দিত।

এতে তাদের প্রতি কিছুটা হলেও দায়িত্ব পালন করা হবে।

এ সময় উপস্থিত ছিলেন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক ও সহকারী প্রক্টর ড. রেজাউল করিম এবং ব্যাংকিং বিভাগের প্রভাষক ও সহকারী প্রক্টর রিফাত হাসান।

সরকারের সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে শারীরিক প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্ট- মৈত্রী শিল্প প্রতিবন্ধী বান্ধব একটি প্রতিষ্ঠান। এ প্রতিষ্ঠানের আওতায় দেশ সেরা বোতলজাত বিশুদ্ধ মুক্তা পানি তৈরি ও বাজারজাত করা হয়। এ পানির বিক্রয়লব্ধ আয় প্রতিবন্ধীদের কল্যাণেই ব্যয় হয়।

বাংলাদেশ সময়: ২১২০ ঘণ্টা, সেপ্টেম্বর ০৫, ২০১৯
এমআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।