ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে যুবদলের মারামারি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১০৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২, ২০১৯
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে যুবদলের মারামারি বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে যুবদলের মারামারি। ছবি: উজ্জ্বল ধর

চট্টগ্রাম: অভিভাবক সংগঠন বিএনপির ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সমাবেশস্থলে মারামারিতে জড়িয়েছে যুবদলের দুই পক্ষ।

রোববার (১ সেপ্টেম্বর) দলীয় কার্যালয় নাসিমন ভবনের সামনে মারামারিতে জড়ান যুবদলের নেতাকর্মীরা।

নগর যুবদলের সাবেক সহ-সভাপতি শামসুল হক ও বর্তমান সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহেদের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে বলে জানা গেছে।

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে যুবদলের মারামারি।  ছবি: উজ্জ্বল ধরপুলিশ জানায়, সমাবেশে স্লোগান দেওয়াকে কেন্দ্র করে দুই পক্ষ মারামারিতে জড়িয়ে পড়ে।

ধাওয়া-পাল্টা ধাওয়ার এক পর্যায়ের চেয়ার ছোড়াছুড়ি শুরু হয়। ফলে সমাবেশ বন্ধ করে দেওয়া হয়।

কোতোয়ালী থানার পরিদর্শক মো. কামরুজ্জামান বলেন, সমাবেশস্থলে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এজন্য অনুষ্ঠান কিছুক্ষণ বন্ধ ছিলো।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সমাবেশের পাশাপাশি সকালে দুই নম্বর গেট বিপ্লব উদ্যানে পুষ্পমাল্য অর্পণ করে নগর বিএনপি।

বাংলাদেশ সময়: ২১০০ ঘণ্টা, সেপ্টেম্বর ১, ২০১৯
এসইউ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।