bangla news

রেডিসনে গ্র্যান্ড ওয়েডিং এক্সপো শুরু ১৮ অক্টোবর

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৯-০৯-০১ ৭:০৪:১১ পিএম
ভায়োলেটইন করপোরেশন ও রেডিসনের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়

ভায়োলেটইন করপোরেশন ও রেডিসনের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়

চট্টগ্রাম: ৪র্থ বারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে দি গ্র্যান্ড ওয়েডিং এক্সপো। হোটেল রেডিসন ব্লু চট্টগ্রাম বে ভিউতে দুই দিনব্যাপী এ আয়োজন শুরু হবে ১৮ অক্টোবর।

রোববার (১ সেপ্টেম্বর) আয়োজক প্রতিষ্ঠান ভায়োলেটইন করপোরেশন ও রেডিসনের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়।

রেডিসনের পক্ষে স্বাক্ষর করেন জেনারেল ম্যানেজার রবিন অ্যাডওয়ার্ডস ও ভায়োলেটইন করপোরেশনের পক্ষে ম্যানেজিং ডিরেক্টর এবিএম খালেদ মাহমুদ।

দুই দিনব্যাপি এ আয়োজনে থাকছে বিবাহ অনুষ্ঠানের প্রস্তুতি থেকে সমাপনী পর্যন্ত যাবতীয় আনুষঙ্গিক উপস্থাপনা।

পাশাপাশি ওয়েডিং প্ল্যানের জন্য পরামর্শদাতা প্রতিষ্ঠান, বিভিন্ন ধরনের মেন্যু ও ভেন্যু বাছাইয়ের সুযোগ, ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি, ওয়েডিং মেকআপ, ওয়েডিং এক্সপার্ট ডিজাইনারদের তৈরি পোষাক ও জুয়েলারিসহ আকর্ষণীয় সব আয়োজন।

এতে শাড়ি, শেরওয়ানি, গহনা, মেহেদি, ইভেন্ট ম্যানেজমেন্ট, ফুল, আসবাবপত্র, হানিমুন প্যাকেজসহ ওয়েডিং ইন্ড্রাস্ট্রির ৫৫টি প্রতিষ্ঠান অংশ নিচ্ছে।

বাংলাদেশ সময়: ২১০৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১, ২০১৯
এসইউ/টিসি

        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
db 2019-09-01 19:04:11