ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রামে ৮৮ শতাংশ ডেঙ্গু রোগী সুস্থ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১, ২০১৯
চট্টগ্রামে ৮৮ শতাংশ ডেঙ্গু রোগী সুস্থ ফাইল ছবি

চট্টগ্রাম: চলতি বছর চট্টগ্রামে ২ হাজার ১২৭ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে। এর মধ্যে বর্তমানে ১৩৫ জন বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন, বাকিরা সুস্থ।

সিভিল সার্জন কার্যালয় বলছে, আক্রান্ত ৮৮ শতাংশ ডেঙ্গু রোগী সুস্থ।

সিভিল সার্জন কার্যালয় কন্ট্রোল রুম বলছে, রোববার (১ সেপ্টেম্বর) সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ২১ জন রোগী শনাক্ত হয়েছে।

এরমধ্যে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ১৩ জন, অন্যান্য চিকিৎসাকেন্দ্রের ৮ জন।

চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা ২ হাজার ১২৭ জন।

এর মধ্যে হাসপাতালে ভর্তি হওয়া ৯৯২ জন সুস্থ হয়েছে বাড়ি ফিরেছেন।

সরকারি হিসেবে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চট্টগ্রামে একজনের মৃত্যু হয়েছে।

সিভিল সার্জন ডা. আজিজুর রহমান সিদ্দিকী বাংলানিউজকে বলেন, প্রতি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আলাদা ডেঙ্গু কর্নার খুলে চিকিৎসা দেওয়া হচ্ছে। বিনামূল্যে ডেঙ্গু শনাক্তের পরীক্ষাও চলছে।

‘গ্রামের তুলনায় শহরে আক্রান্তের সংখ্যা বেশি। তবে এখন কিছুটা কমে এসেছে। কিন্তু সেপ্টেম্বর মাসে আক্রান্তের সংখ্যা বাড়তে পারে, যদি বৃষ্টি হয়। এজন্য সচেতন করা হচ্ছে। ’

বাংলাদেশ সময়: ১৮০৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১, ২০১৯
এসইউ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।