ঢাকা, বৃহস্পতিবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

ছাত্রলীগের অবরোধ: চবির শাটল ট্রেন চলাচল বন্ধ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১, ২০১৯
ছাত্রলীগের অবরোধ: চবির শাটল ট্রেন চলাচল বন্ধ ছবি: বাংলানিউজ

চট্টগ্রাম: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাটল ট্রেনের চালককে অপহরণ ও হোসপাইপ কেটে দিয়েছে ছাত্রলীগের একাংশের নেতাকর্মীরা। ফলে রোববার (১ সেপ্টেম্বর) সকাল থেকে বিশ্ববিদ্যালয় রুটে কোনো শাটল ট্রেন চলাচল করেনি।

এর আগে শনিবার মধ্যরাতে বিজয় ও সিএসসি গ্রুপের মধ্যে সংঘর্ষের জেরে রোববার অনির্দিষ্টকালের জন্য অবরোধের ডাক দেন বিজয় গ্রুপের নেতাকর্মীরা।

ছবি: বাংলানিউজচট্টগ্রাম রেলওয়ে পুলিশের ওসি মোস্তাফিজ ভূঁইয়া বাংলানিউজকে বলেন, ছাত্রলীগের একাংশের নেতাকর্মীরা সকাল সাড়ে ৭ টার শাটল ট্রেন চালক খোরশেদ আলমকে তুলে নিয়ে যায়।

এক ঘণ্টা পর তাকে ছেড়ে দেওয়া হয়। এ সময় ট্রেনের হোসপাইপও কেটে দেয় তারা।
এ কারণে সাড়ে ৭টা ও ৮টার নির্ধারিত ট্রেন দুটি ক্যাম্পাসে যেতে পারেনি।

ছবি: বাংলানিউজরেলওয়ে পূর্বাঞ্চলের বিভাগীয় ব্যবস্থাপক বোরহান উদ্দিন বলেন, হোসপাইপ কেটে দিলেও তা সংস্কার করা হয়েছে।

এদিকে ভোরে বিশ্ববিদ্যালয় পরিবহনের সকল শিক্ষক ও স্টাফ বাসের তালায় সুপার গ্লু লাগিয়ে দেওয়ায় বাস চলাচলও বন্ধ রয়েছে।

বাংলাদেশ সময়: ১০৩০ ঘণ্টা, সেপ্টেম্বর ১, ২০১৯
জেইউ/এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।