bangla news

বঙ্গবন্ধুর খুনিদের জামাই আদর করেছিল বিএনপি : দিদার

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৯-০৮-৩১ ১০:১১:০০ পিএম
...

...

চট্টগ্রাম: জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধুর ৪৪ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে সীতাকুণ্ডে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৩০ আগষ্ট) বিকেল ৪ টায় উপজেলার ৫ নম্বর বাড়বকুণ্ড ইউনিয়নের উদ্যোগে বাড়বকুণ্ড উচ্চ বিদ্যালয় মাঠে এ সভা অনুষ্ঠিত হয়। শোক সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম ৪ আসনের সংসদ সদস্য দিদারুল আলম। 

দিদারুল আলম বলেন, বঙ্গবন্ধু শুধু বাংলাদেশের নন, বঙ্গবন্ধু পুরো বিশ্বের বিশ্ব নন্দিত মহান নেতা।  বাংলাদেশের মানুষের আত্মত্যাগ ও দেশপ্রেম আজ সমগ্র বিশ্বের মানুষের কাছে এক সোনালি অধ্যায়। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হারিয়ে বাংলাদেশের যেমন ক্ষতি হয়েছে, তেমনি পুরো বিশ্বেরও ক্ষতি হয়েছে। বাংলাদেশ হারিয়েছে জাতির পিতাকে, বিশ্ব হারিয়েছে মহান এক অবিসংবাদিত নেতা। বঙ্গবন্ধুর খুনিদের শাস্তি না দিয়ে বিএনপি জামাই আদর করেছে।

বাড়বকুণ্ড ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান সাদাকাত উল্লাহ মিয়াজীর সভাপতিত্বে শোক সভায়বিশেষ অথিতি  ছিলেন জেলা পরিষদ সদস্য, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ন সাধারন সম্পাদক আ.ম.ম দিলসাদ, উপজেলা ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ ইছাক, আইন বিষয়ক সম্পাদক ভবোতষ নাথ, উপজেলা ভাইস চেয়ারম্যা আলাউদ্দিন সাবেরী, মহিলা ভাইস চেয়ারম্যান জয়নব বিবি জলি।

ইউপি চেয়ারম্যানদের মধ্যে উপস্থিত ছিলেন রেহান উদ্দিন রেহান, মো. নাজীম উদ্দীন, তাজুল ইসলাম নিজামী, মোরশেদ হাসান চৌধুরী, জাহেদ হোসেন নিজামী বাবু, উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহিনুর আক্তার বিউটি, বাড়বকুণ্ড ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আওরঙ্গজেব সাবু, যুবলীগ নেতা ওসমান চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. জাহাঙ্গীর ভূঁইয়া প্রমুখ।

বাংলাদেশ সময়: ২১৫০ ঘণ্টা, আগস্ট ৩১, ২০১৯

জেইউ/টিসি  

        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
cache_14 2019-08-31 22:11:00