bangla news

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে জাহাজ থেকে পড়ে নিহত ২

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৯-০৮-৩১ ৯:১৬:৪৮ পিএম
প্রতীকী ছবি

প্রতীকী ছবি

চট্টগ্রাম: সীতাকুণ্ডে পুরাতন জাহাজ ভাঙার কাজ করার সময় রশি ছিড়ে পড়ে দুই শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত আরও তিনজনকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার (৩১ আগস্ট) সন্ধ্যায় উপজেলার বার আউলিয়া এলাকায় জিরি সুবেদার স্টিল রি-রোলিং অ্যান্ড শিপইয়ার্ড লিমিটেডে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মিরসরাই থানার দক্ষিণ হাতকান্দি এলাকার মৃত আবদুল কাদের চৌধুরীর ছেলে মো. আমিনুল ইসলাম (৫৬) ও খাগড়াছড়ি জেলার পানছড়ি থানার শান্তি রঞ্জন পাড়ার সূর্য কুমার চাকমার ছেলে তুষার চাকমা (২৭)।

আহতরা হলেন- নওগা জেলার মান্দা থানার পলাশবাড়ি এলাকার ইয়ামিন শেখের ছেলে মো. আলমগীর (৩৫), খাগড়াছড়ি জেলার পানছড়ি থানার করিয়াছড়ি এলাকার মৃত সূর্য জয় চাকমার ছেলে জগদ্বীশ চাকমা (৪৭) ও মো. ফারুক হোসেন (৩২)।

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার বাংলানিউজকে বলেন, সীতাকুণ্ড বার আউলিয়া এলাকায় জিরি সুবেদার স্টিল রি-রোলিং অ্যান্ড শিপইয়ার্ড লিমিটেডে কাজ করার সময় রশি ছিড়ে পড়ে আহত পাঁচজন শ্রমিক হাসপাতালে আনা হলে চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন। আহতদের হাসপাতাল নিউরোসার্জারি বিভাগের ২৮ নম্বর ওয়ার্ডে চিকিৎসা দেওয়া হচ্ছে।

বাংলাদেশ সময়: ২১১৫ ঘণ্টা, আগস্ট ৩১, ২০১৯
এসইউ/টিসি

ক্লিক করুন, আরো পড়ুন :   চট্টগ্রাম
        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
cache_14 2019-08-31 21:16:48