ঢাকা, বুধবার, ২৪ আষাঢ় ১৪৩২, ০৯ জুলাই ২০২৫, ১৩ মহররম ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

পরিবেশ অধিদফতরের অভিযান, ১ টন পলিথিন জব্দ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:০৭, আগস্ট ৩১, ২০১৯
পরিবেশ অধিদফতরের অভিযান, ১ টন পলিথিন জব্দ ...

চট্টগ্রাম: হাটহাজারীর ফতেয়াবাদ পশ্চিম ছড়ারকুল এলাকায় একটি কারখানায় অভিযান চালিয়ে ১ টন পলিথিন জব্দ করেছে পরিবেশ অধিদফতর।

শনিবার (৩১ আগস্ট) সকালে পরিবেশ অধিদফতর চট্টগ্রাম মহানগরের পরিচালক আজাদুর রহমান মল্লিকের নেতৃত্ব পশ্চিম ছড়ারকুলে রাজ আবাসিক এলাকায় অভিযান চালিয়ে এসব পলিথিন জব্দ করা হয়।

নিষিদ্ধ পলিথিন তৈরির সঙ্গে জড়িত কারখানা মালিক জসিম উদ্দীনকে শুনানিতে হাজির হওয়ার জন্য নোটিশ দেওয়া হয়েছে।

পরিবেশ অধিদফতরের অভিযান। পরিবেশ অধিদফতর চট্টগ্রাম মহানগরের সহকারী পরিচালক সংযুক্তা দাশগুপ্তা বাংলানিউজকে বলেন, ফতেয়াবাদ পশ্চিম ছড়ারকুলে রাজ আবাসিক এলাকায় একটি বেনামি কারখানায় অভিযান চালিয়ে ১ টন পলিথিন জব্দ করা হয়েছে।

কারখানার মালিক জসিম উদ্দীনকে শুনানিতে হাজির হওয়ার জন্য নোটিশ দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১৩০০ ঘণ্টা, আগস্ট ৩১, ২০১৯
এসকে/এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।