ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রামে ডেঙ্গু রোগীর মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৬ ঘণ্টা, আগস্ট ৩১, ২০১৯
চট্টগ্রামে ডেঙ্গু রোগীর মৃত্যু ....

চট্টগ্রাম: নগরে বাদশা মোল্লা (৫৫) নামে এক ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে।

শনিবার (৩১ আগস্ট) ভোর ৫টার দিকে কাতালগঞ্জ পার্কভিউ হাসপাতালে তিনি মারা যান।

বাদশা মোল্লা সীতাকুণ্ড উপজেলার সলিমপুরের বাসিন্দা।

তিনি ডেঙ্গুর পাশাপাশি হৃদরোগ, কিডনি জটিলতায় ভুগছিলেন।

পার্কভিউ হাসপাতাল স্পেশাল ইউনিট ইনচার্জ এ আরাফাত বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, ২২ আগস্ট বাদশা মোল্লাকে হাসপাতালে ভর্তি করা হয়। তিনি ডেঙ্গুসহ একাধিক রোগে ভুগছিলেন। হাসপাতালে ভর্তির পর পরীক্ষায় তার ডেঙ্গু শনাক্ত হয়। পরবর্তীতে তাকে ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) রাখা হয়। শনিবার সকালে তিনি মারা যান।

সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) ডা. নুরুল হায়দার ডেঙ্গু রোগীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১২৫৫ ঘণ্টা, আগস্ট ৩১, ২০১৯
এসইউ/এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।