ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

বাঁচানো গেলো না অগ্নিদগ্ধ শারমিনকে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১০৪ ঘণ্টা, আগস্ট ৩১, ২০১৯
বাঁচানো গেলো না অগ্নিদগ্ধ শারমিনকে

চট্টগ্রাম: কেরোসিন ঢেলে গায়ে আগুন লাগিয়ে দেওয়া গৃহবধু শারমিন আকতার (২৬) মারা গেছেন। শুক্রবার (৩০ আগস্ট) সন্ধ্যায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন তিনি।

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদশর্ক (এএসআই) আলাউদ্দিন তালুকদার বাংলানিউজকে জানান, শুক্রবার (৩০ আগস্ট) ভোরে বোয়ালখালী উপজেলার পূর্ব চরণদ্বীপ এলাকায় পারিবারিক কলহের একপর্যায়ে শারমিন আকতার গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেন।  এতে তার শরীর প্রায় ৯০ শতাংশ পুড়ে যায়।

তিনি বলেন, পরিবারের লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে আনেন। বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে তাকে ভর্তি করা হয়।

সন্ধ্যা ৭টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যু বরণ করেন।

বাংলাদেশ সময়: ২১০০ ঘণ্টা, আগস্ট ৩০, ২০১৯
এমআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।