ঢাকা, শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

কেরোসিন ঢেলে আত্মহত্যার চেষ্টা, অগ্নিদগ্ধ দম্পতি

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৪৪ ঘণ্টা, আগস্ট ৩০, ২০১৯
কেরোসিন ঢেলে আত্মহত্যার চেষ্টা, অগ্নিদগ্ধ দম্পতি

চট্টগ্রাম: কেরোসিন ঢেলে গায়ে আগুন লাগিয়ে দেওয়া স্ত্রীকে বাঁচাতে গিয়ে অগ্নিদগ্ধ হয়েছেন স্বামীও। স্ত্রী শারমিন আকতারের (২৬) শরীরের ৯০ শতাংশ এবং স্বামী সাইফুল ইসলামের (২৮) ১৮ শতাংশ পুড়ে গেছে।    

দুইজনকে ভর্তি করা হয়েছে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে। তাদের অবস্থা আশঙ্কাজনক।

  

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার বাংলানিউজকে জানান, শুক্রবার (৩০ আগস্ট) ভোররাতে বোয়ালখালী উপজেলার পূর্ব চরণদ্বীপ এলাকায় পারিবারিক কলহের একপর্যায়ে স্ত্রী গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেন। বিষয়টি টের পেয়ে তাকে বাঁচাতে ছুটে যান স্বামী।

এ সময় দুইজনই অগ্নিদগ্ধ হন। ওমান থেকে সম্প্রতি দেশে ফিরেছিলেন স্বামী। এ দম্পতির রয়েছে ৯ বছর বয়সী একটি মেয়ে।

বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানান বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নেয়ামত উল্লাহ।  

বাংলাদেশ সময়: ১৮৪০ ঘণ্টা, আগস্ট ৩০, ২০১৯
এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।