ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

বিমানবন্দরে ৮১৪ কার্টন ‘ইজি’ সিগারেট আটক

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৯ ঘণ্টা, আগস্ট ২৮, ২০১৯
বিমানবন্দরে ৮১৪ কার্টন ‘ইজি’ সিগারেট আটক শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর ৮১৪ কার্টন ‘ইজি’ সিগারেট আটক

চট্টগ্রাম: শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের তিন যাত্রীর কাছ থেকে ৮১৪ কার্টন সিগারেট আটক করা হয়েছে।

বুধবার (২৮ আগস্ট) সকাল ৭টা ২৫ মিনিটে বিজি ১৪৮ ফ্লাইটটি অবতরণ করে।

কাস্টম হাউসের যুগ্ম কমিশনার নাহিদ নওশাদ মুকুল বাংলানিউজকে জানান, ঘোষণা বহির্ভূত ‘ইজি’ ব্রান্ডের সিগারেটের একটি চালান আটক করেছে কাস্টম হাউসের কর্মকর্তারা।

চোরাচালান, মিথ্যা ঘোষণা, রাজস্ব ফাঁকি ও আমদানি নিষিদ্ধ পণ্য প্রতিরোধে কাস্টম হাউস কর্তৃপক্ষ নজরদারি ও গোয়েন্দা তৎপরতা বাড়ানোর ফলে চালানগুলো ধরা পড়ছে।

কাস্টম হাউসের সহকারী কমিশনার মো. মুসা খান বাংলানিউজকে জানান, আবদুল কাদের মোল্লা, মো. ইয়াসিন ও মো. আসাদ নামের তিন যাত্রীর কাছে সিগারেটের কার্টনগুলো পাওয়া যায়।

তাদের সাময়িকভাবে আটক করা হয়েছে।

তিনি জানান, প্রতি কার্টনে ২০০ শলাকা সিগারেট রয়েছে। আনুমানিক বাজার মূল্য ৯ লাখ ৭৬ হাজার ৮০০ টাকা।

এর আগে সোমবার (২৬ আগস্ট) একই ফ্লাইটে আসা ৫৪৭ কার্টনে আনা ১ লাখ ৯ হাজার ৪০০ শলাকা সিগারেট ও রিদমি ব্রান্ডের ২০টি মোবাইল সেট পরিত্যক্ত অবস্থায় আটক করা হয়।

বাংলাদেশ সময়: ১১১০ ঘণ্টা, আগস্ট ২৮, ২০১৯
এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।