ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

দস্তগীর হোটেলকে ৫০ হাজার টাকা জরিমানা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০২৭ ঘণ্টা, আগস্ট ২৮, ২০১৯
দস্তগীর হোটেলকে ৫০ হাজার টাকা জরিমানা দস্তগীর হোটেলকে ৫০ হাজার টাকা জরিমানা

চট্টগ্রাম: ফ্রিজে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যদ্রব্য সংরক্ষণের অপরাধে নগরের মোমিন রোড দস্তগীর হোটেলকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের ভ্রাম্যমাণ আদালত।

এ ছাড়া খাবারে ক্ষতিকর রাসায়নিক দ্রব্য ব্যবহারের অপরাধে একই এলাকায় মোগল বিরানী হাউসকে এক লাখ ২০ হাজার, নোংরা রান্নাঘরে খাদ্যদ্রব্য তৈরির অপরাধে কায়েস হোটেলকে ৫০ হাজার টাকা মোট দুই লাখ ২০ হাজার টাকা জরিমানা করেছেন আদালত।

মঙ্গলবার (২৭ আগস্ট) সকালে সিটি ম্যাজিস্ট্রেট আফিয়া আখতার ও স্পেশাল ম্যাজিস্ট্রেট জাহানারা ফেরদৌসের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

বাংলাদেশ সময়: ২০২৫ ঘণ্টা, আগস্ট ২৭, ২০১৯
এসইউ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।