ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

শিল্পকলায় ‘বাংলার মহানায়ক’ প্রদর্শনী বুধবার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১০ ঘণ্টা, আগস্ট ২৭, ২০১৯
শিল্পকলায় ‘বাংলার মহানায়ক’ প্রদর্শনী বুধবার

চট্টগ্রাম: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনীভিত্তিক মঞ্চ নাটক ‘বাংলার মহানায়ক’ প্রদর্শনী বুধবার (২৮ আগস্ট) সন্ধ্যা সাতটায় চট্টগ্রাম শিল্পকলা একাডেমীর মূল মিলনায়তনে অনুষ্ঠিত হবে। মঞ্চ নাটকটি প্রযোজনা করেছে গ্রুপ থিয়েটার নাট্যাধার।

মিলন কান্তি দে রচিত এবং মোস্তফা কামাল যাত্রা নির্দেশিত মঞ্চ নাটক ‘বাংলার মহানায়ক’-এ বঙ্গবন্ধুর রাজনৈতিক দর্শন, দেশাত্মবোধ, যুদ্ধ বিধ্বস্ত দেশ পুনঃগঠনের যে ঐকান্তিক প্রচেষ্টা ছিল; তা তুলে ধরা হয়েছে। পাশাপাশি বিপথগামীদের ঘৃণ্য ষড়যন্ত্রের শিকার হয়ে ১৯৭৫ এর ১৫ আগস্ট সপরিবারে তাকে হত্যার ঘটনাক্রম চিত্রায়িত হয়েছে।

জামাল হোসাইন মঞ্জু সম্পাদিত পান্ডুলিপির আলোকে ডা. দীপংকর দে এর সংগীত পরিচালনায় নির্মিত মঞ্চ নাটক ‘বাংলার মহানায়ক’ এর রূপসজ্জ্বাকারী শাহীনুর সরোয়ার, পোষাক পরিকল্পক শারমিন সুলতানা রাশা, আবহ পরিকল্পক নইমুল ইসলাম, দ্রব্য সম্ভার পরিকল্পক হারুন অর রশীদ, আলোক পরিকল্পক অনিক ইউসুফ এবং প্রযোজনা অধিকর্তা মাসউদ আহমেদ।

এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করবেন জামাল হোসাইন মঞ্জু, বাহাউদ্দিন মিরান, মো. আশিকুর  রহমান, হারুন বাবু, আসিফ উদ্দিন শুভ, দিদার মোর্শেদ, মো. শাহরিয়ার হক জিসাদ, ফালগুনী দাশ, এএফ গোলাম রাব্বানী, নজরুল ইসলাম, জসীম  উদ্দিন আহমেদ, মোহাম্মদ কাউসার মজুমদার, শাহজালাল উদ্দিন রনি, শেখ মানিক মঞ্জুর, মো. আবুল হাসেম খান, এএইচএম তোফেল, শাহীনুর সরোয়ার, মোস্তফা কামাল যাত্রা, দেবাশিষ্ রুদ্র, তৌহিদ হাসান ইকবাল, হালিমা খাতুন আঁখি এবং শারমিন সুলতানা রাশা।

বাংলাদেশ সময়: ১৮০৫ ঘণ্টা, আগস্ট ২৭, ২০১৯
এমআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।