ঢাকা, মঙ্গলবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৩ এপ্রিল ২০২৪, ১৩ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

ভবনের অবৈধ অংশ ভাঙার নির্দেশ, ২ লাখ টাকা জরিমানা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৮ ঘণ্টা, আগস্ট ২৭, ২০১৯
ভবনের অবৈধ অংশ ভাঙার নির্দেশ, ২ লাখ টাকা জরিমানা প্রতীকী ছবি

চট্টগ্রাম: নকশা বহির্ভূত ভবন নির্মাণের অপরাধে বাকলিয়া কল্পলোকের আবাসিকের এক ভবন মালিককে দুই লাখ টাকা জরিমানা করেছেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) বিশেষ আদালত। পাশাপাশি ১ মাসের মধ্যে ভবনের নকশা বহির্ভূত অংশ ভেঙে ফেলার নির্দেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার (২৭ আগস্ট) বিশেষ আদালতের বিচারক সাইফুল আলম চৌধুরী এ আদেশ দেন।

আদালত সূত্র জানায়, কল্পলোকের আবাসিকের বি-১১২ নম্বর প্লটের মালিক শাহেদা আকতারের বিরুদ্ধে নকশা না মেনে ভবন তৈরির অভিযোগ উঠে।

তদন্ত করে অভিযোগের সত্যতা পেয়ে গত সিডিএ অথরাইজড বিভাগের পরিদর্শক সৈকত চন্দ্র পাল বাদি হয়েছে আদালতে মামলা করেন। বিবাদীদের বিরুদ্ধে ইমারত নির্মাণ আইন-১৯৫২ এর ১২ (১) ধারায় অভিযোগ আনা হয়।

আদালতের বেঞ্চ সহকারি মো. ফয়েজ বাংলানিউজকে বলেন, আদালত ১ মাসের মধ্যে অবৈধ অংশ ভেঙে সচিত্র প্রতিবেদন জমা দেয়ার নির্দেশ দেন। পাশাপাশি নকশা বহির্ভূত ভবন নির্মাণের অপরাধে ভবন মালিক শাহেদা আকতারকে দুই লাখ টাকা জরিমানা করেন আদালত।

বাংলাদেশ সময়: ১৭৩৫ ঘণ্টা, আগস্ট ২৭, ২০১৯
এসইউ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।