bangla news

শারদীয় উৎসব ঘিরে রং তুলিতে ব্যস্ত প্রতিমাশিল্পীরা

উজ্জ্বল ধর, সিনিয়র ফটো করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৯-০৮-২৬ ৬:৩৬:২৩ পিএম
ছবি: উজ্জ্বল ধর

ছবি: উজ্জ্বল ধর

চট্টগ্রাম: শিল্পীর ঘর থেকে দুর্গার মণ্ডপে যাওয়ার কাউন্টডাউন শুরু। শারদীয় উৎসবে ঘিরে রং তুলিতে ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রতিমাশিল্পীরা। ৩ অক্টোবর হতে শুরু হবে শারদীয় উৎসব। এ উৎসবকে ঘিরে দেবী দুর্গা ও অসুরের রণ যুদ্ধের ঘটনাগুলোর সংক্ষিপ্ত পৌরাণিক কাহিনী মূর্তির মাধ্যমে ফুটিয়ে তোলা হচ্ছে।

ছবি: উজ্জ্বল ধরবন্দর নগরী চট্টগ্রামে এবার ছোট বড় প্রায় এক হাজার ৮০০ মণ্ডপে এ উৎসব পালন করা হবে। এরই মধ্যে সার্বজনীন ও ঘরোয়া পূজা মিলিয়ে ৩১০ টি, দক্ষিণ জেলায় ৮০৭ উত্তর জেলায় ৭৪৫টি মণ্ডপে পূজা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন মহানগর পূজা উদযাপন পরিষদের সম্পাদক শ্রীপ্রকাশ দাশ অসিত।

নগরের বিভিন্ন কারখানা ঘুরে দেখা গেছে, প্রতিবারের ন্যায় এবারও চট্টগ্রামে সনাতনী ভাবধারায় নৈপুন্যের সঙ্গে প্রতিমা বানানোর কাজ চলছে দিন-রাত।

ছবি: উজ্জ্বল ধরসদরঘাট কালীবাড়ীর সুজন পালের জানান, বাবার কাছে প্রতিমা গড়ার হাতেখড়ি। বৈশাখ মাস থেকেই মূর্তি গড়ার কাজ শুরু করে যা চলবে আগামী কার্তিক মাস পর্যন্ত। দুর্গা প্রতিমা গড়ার পাশাপাশি এর আগে গনেশ ও বিশ্বকর্মা পূজার মূর্তি গড়ে তোলা হয়। যেহেতু দুর্গা পূজার চারদিন পর লক্ষীপূজা তাই এই প্রতিমাগুলো বৈশাখ মাস থেকেই আস্তে আস্তে তৈরি করে নেয়া হয়।

রথযাত্রার পর পরই দুর্গা প্রতিমা গড়ার কাজে হাত দেন। এরই মধ্যে বায়না নেয়া বন্ধ হয়ে গেছে। এখন বায়না অনুযায়ী প্রতিমা গড়া কাজ চলছে শহরের কারখানার পাশাপাশি গ্রামের বিভিন্ন মন্দরেও প্রতিমা তৈরী করা হয়েছে। মাটি শুকানোর পর পরই রঙ করার কাজ শেষ হবে তখন প্রতিটি প্রতিমা তার পূর্ণাঙ্গ রূপ লাভ করবে।

ছবি: উজ্জ্বল ধরমৃৎশিল্পীদের সুনিপুন হাতে গড়া প্রতিমাতে আগামী ২৮ সেপ্টেম্বর মহালয়ার মধ্য দিয়ে মর্তলোকে মায়ের বাড়ীতে দুর্গা দেবীর আগমন হবে। ৪ অক্টোবর শুক্রবার ষষ্ঠী, ৫ অক্টোবর শনিবার মহাষষ্ঠী, ৬ অক্টোবর রবিবার মহাসপ্তমী, ৭ অক্টোবর সোমবার মহাঅষ্ঠমী, ৯ অক্টোবর মঙ্গলবার নবমী পূজা সমাপন হবে। ১০ অক্টোবর বুধবার দশমী বিহিতপূজা শেষে দেবী মর্তলোক ছেড়ে স্বর্গলোকে শিবের বাড়ি ফিরে যাবেন।

বাংলাদেশ সময়: ১৮৩১ ঘণ্টা, আগস্ট ২৬, ২০১৯
ইউকেডি/টিসি

        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
cache_14 2019-08-26 18:36:23