ঢাকা, বৃহস্পতিবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

দুর্ঘটনার কবলে প্রশিক্ষণ বিমান

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২২৪ ঘণ্টা, আগস্ট ২৬, ২০১৯
দুর্ঘটনার কবলে প্রশিক্ষণ বিমান শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর

চট্টগ্রাম: চাকা বিষ্ফোরণের ফলে দুর্ঘটনার কবলে পড়েছে বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান।

সোমবার (২৬ আগস্ট) সকাল পৌনে ১১টার দিকে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে এ ঘটনা ঘটে।

চট্টগ্রাম বিমানবন্দরের ব্যবস্থাপক উইং কমান্ডার এবিএম সারোয়ার ই জাহান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, দুর্ঘটনার কারণে প্রায় ১৫ মিনিট রানওয়ের কার্যক্রম বন্ধ থাকে।

‘অবতরনের সময় বিমানবাহিনীর একটি উড়োজাহাজের চাকা বিষ্ফোরিত হয়।

তবে সেটি নিরাপদে অবতরণে সক্ষম হয়। এজন্য রানওয়ের কার্যক্রম বন্ধ রাখা হয়েছিল। ’

তিনি আরও বলেন, দুর্ঘটনার কারণে রানওয়ের কার্যক্রম ১৫ মিনিট  বন্ধ রাখার পর পুনরায় সচল করা হয়েছে। পরবর্তীতে নতুন চাকা লাগানোর পর উড়োজাহাজটি বিমানবাহিনীর ঘাঁটিতে নেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১৮১৫ ঘণ্টা, আগস্ট ২৬, ২০১৯
এসইউ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।