ঢাকা, শনিবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রামে শুভেচ্ছা সফরে শ্রীলংকান যুদ্ধজাহাজ

নিউজরুম এডিটর | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২০ ঘণ্টা, আগস্ট ২৬, ২০১৯
চট্টগ্রামে শুভেচ্ছা সফরে শ্রীলংকান যুদ্ধজাহাজ শ্রীলংকান নৌবাহিনীর যুদ্ধজাহাজ সায়ুরা ও নন্দিমিত্র।

চট্টগ্রাম: প্রথমবারের মতো বাংলাদেশে শুভেচ্ছা সফরে এসেছে শ্রীলংকান নৌবাহিনীর দুটি যুদ্ধজাহাজ সায়ুরা ও নন্দিমিত্র।

সোমবার (২৬ আগস্ট) সকালে চারদিনের সফরে জাহাজ দুটি চট্টগ্রাম ড্রাই ডক লিমিটেডের জেটিতে এসে পৌঁছায়।

এসময় নৌবাহিনীর সুসজ্জিত বাদক দল ঐতিহ্যবাহী রীতিতে ব্যান্ড বাজিয়ে জাহাজ দুটিকে স্বাগত জানায়।

পরে চট্টগ্রাম নৌ অঞ্চলের চীফ স্টাফ অফিসার ক্যাপ্টেন এম আব্দুস সামাদ জাহাজ দুটির অধিনায়কদের ফুলেল অভ্যর্থনা জানান।

জাহাজ দুটিতে প্রশিক্ষণার্থী কর্মকর্তাসহ মোট ২৪৭ জন নৌসদস্য রয়েছেন।

শ্রীলংকান নৌবাহিনীর অফসোর পেট্রোল ভেসেল ‘সায়ুরা’ এর অধিনায়ক হিসেবে ক্যাপ্টেন নীলানথা হিওয়াভিথারান এবং ফাস্ট মিসাইল ভেসেল ‘নন্দিমিত্র’ এর অধিনায়ক হিসেবে ক্যাপ্টেন বুদ্ধিকা লিয়ানাগমেজ দায়িত্ব পালন করছেন।

এর আগে সফরকারী জাহাজ দুটি বাংলাদেশের জলসীমায় এসে পৌঁছালে নৌবাহিনী জাহাজ ‘দূর্জয়’ তাদের অভ্যর্থনা জানায়।   

বাংলাদেশে অবস্থানকালে জাহাজ দুটির অধিনায়করা চট্টগ্রাম নৌ অঞ্চল কমান্ডার, বিএন ফ্লিট কমান্ডার ও চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ এর চেয়ারম্যানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।

এছাড়া সফরের অংশ হিসেবে জাহাজের কর্মকর্তা ও নাবিকরা নৌবাহিনী জাহাজ সমুদ্র জয়, বাংলাদেশ নেভাল একাডেমি, স্কুল অব মেরিটাইম ওয়ারফেয়ার অ্যান্ড ট্যাকটিস (এসএমডব্লিউটি), বানৌজা শহীদ মোয়াজ্জম ঘাঁটিসহ নৌবাহিনী পরিচালিত বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের স্কুল ‘আশার আলো’ এবং চট্টগ্রামের বিভিন্ন ঐতিহাসিক পর্যটন এলাকা পরিদর্শন করবেন।

বাংলাদেশ ও শ্রীলংকা নৌবাহিনীর প্রশিক্ষণার্থী ক্যাডেটদের অংশগ্রহণে প্রীতি বাস্কেটবল খেলাও অনুষ্ঠিত হবে।  

শ্রীলংকান নৌবাহিনীর জাহাজ দুটির এই শুভেচ্ছা সফরের মাধ্যমে বাংলাদেশ ও শ্রীলংকান নৌবাহিনীর কর্মকর্তা, প্রশিক্ষণার্থী এবং নাবিকদের পারস্পরিক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

আইএসপিআর এর সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, শুভেচ্ছা সফর শেষে জাহাজ দুটি বৃহস্পতিবার (২৯ আগস্ট) বাংলাদেশ ত্যাগ করবে।

বাংলাদেশ সময়: ১৬১৬ ঘণ্টা, আগস্ট ২৬, ২০১৯
এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।