ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

‘ডাকাত সর্দার’ সৈয়দ আলম গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৪৪ ঘণ্টা, আগস্ট ২৬, ২০১৯
‘ডাকাত সর্দার’ সৈয়দ আলম গ্রেফতার গ্রেফতার ডাকাত দলের ‘সর্দার’ সৈয়দ আলম প্রকাশ বালি ড্রাইভার

চট্টগ্রাম: আন্তঃজেলা ডাকাত দলের ‘সর্দার’ সৈয়দ আলম প্রকাশ বালি ড্রাইভারকে গ্রেফতার করেছে পতেঙ্গা থানা পুলিশ।

রোববার (২৫ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে সীতাকুণ্ড থানার জঙ্গল সলিমপুরের পাহাড়ের ভেতরে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে পতেঙ্গা থানার উপ-পরিদর্শক (এসআই) বাবুল আক্তারের নেতৃত্বে একটি টিম।

গ্রেফতার ‘ডাকাত সর্দার’ সৈয়দ আলম প্রকাশ বালি ড্রাইভার পতেঙ্গা থানার কাঠগড় মুসলিমাবাদ এলাকার মোহাম্মদ হোসেনের ছেলে।

তার বিরুদ্ধে ডাকাতি মামলায় গ্রেফতারি ওয়ারেন্ট ছিল বলে জানিয়েছে পুলিশ।

পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উৎপল বড়ুয়া বাংলানিউজকে বলেন, আন্তঃজেলা ডাকাত দলের সর্দার সৈয়দ আলম প্রকাশ বালি ড্রাইভারকে সীতাকুণ্ড থানার জঙ্গল সলিমপুরের পাহাড়ের ভেতরে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়েছে।

ওসি উৎপল বড়ুয়া বলেন, সৈয়দ আলম একজন দুর্ধর্ষ ডাকাত। তার বিরুদ্ধে ডাকাতি মামলায় গ্রেফতারি ওয়ারেন্ট ছিল পতেঙ্গা থানায়। দীর্ঘদিন ধরে জঙ্গল সলিমপুরের পাহাড়ের ভেতরে লুকিয়ে ছিল সৈয়দ আলম। সেখানে বসে ডাকাতি নিয়ন্ত্রণ করে আসছিল।

বাংলাদেশ সময়: ২২৪০ ঘণ্টা, আগস্ট ২৫, ২০১৯
এসকে/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।