ঢাকা, মঙ্গলবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৩ এপ্রিল ২০২৪, ১৩ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

৭১ সালে পরাজিত শক্তি বঙ্গবন্ধুকে হত্যা করেছে

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৪৯ ঘণ্টা, আগস্ট ২৫, ২০১৯
৭১ সালে পরাজিত শক্তি বঙ্গবন্ধুকে হত্যা করেছে বক্তব্য দেন সমাজবিজ্ঞানী ও প্রিমিয়ার ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. অনুপম সেন

চট্টগ্রাম: সমাজবিজ্ঞানী ও প্রিমিয়ার ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. অনুপম সেন বলেছেন, ১৯৭১ সালে পরাজিত শক্তি বঙ্গবন্ধুকে নিষ্ঠুরভাবে হত্যা করেছে। তারা বঙ্গবন্ধুকে হত্যার মাধ্যমে বাংলাদেশের অগ্রযাত্রাকে থামিয়ে দিতে চেয়েছিল। কিন্তু এই নির্মম হত্যাকাণ্ডের শিকার হয়েও বঙ্গবন্ধু আজও হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি।

রোববার (২৫ আগস্ট) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিকাল ৪টায় সিভাসু অডিটোরিয়ামে অনুষ্ঠিত জাতীয় শোক দিবসের আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড. গৌতম বুদ্ধ দাশ।

সভাপতির বক্তব্যে গৌতম বুদ্ধ দাশ বলেন, বঙ্গবন্ধুর খুনিচক্র এখনও সক্রিয়। তারা ২০০৪ সালের ২১ আগস্ট শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে জঘন্য হামলা চালিয়েছিল।

সভায় বক্তব্য দেন ছাত্রকল্যাণ পরিচালক ড. মোহাম্মদ মেজবাহ উদ্দিন, শিক্ষক সমিতির সভাপতি ড. মো. মনিরুল ইসলাম, প্রগতিশীল শিক্ষক ফোরামের সভাপতি ড. বিবেক চন্দ্র সূত্রধর, কর্মকর্তা সমিতির সভাপতি ডা. কাজী রোখসানা সুলতানা, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ড. সুচন্দন সিকদার, কর্মকর্তা সমিতির সাধারণ সম্পাদক আবু মোহাম্মদ আরিফ, কর্মচারী ইউনিয়নের যুগ্ম সম্পাদক মো. মহিন উদ্দিন। শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন, ডা. হামীম মল্লিক, দীপ্ত কুমার পাল, নিশাত তাসনিম তানিয়া।

বাংলাদেশ সময়: ১৯৫০ ঘণ্টা, আগস্ট ২৫, ২০১৯
এসইউ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।