ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

সামাজিক মাধ্যমে গুজব ছড়ানোর অভিযোগে গ্রেফতার ১

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪২ ঘণ্টা, আগস্ট ২৫, ২০১৯
সামাজিক মাধ্যমে গুজব ছড়ানোর অভিযোগে গ্রেফতার ১ ...

চট্টগ্রাম: আকবরশাহ থানাধীন একে খান এলাকা থেকে মো. রাহিদুল ইসলাম প্রকাশ রাহাত কবির (২২) নামে এক গুজব রটনাকারীকে গ্রেফতার করেছে র‌্যাব।

রাহাত ভোলা জেলার বোরহান উদ্দিন থানার হাসান নগর গ্রামের তছলিম মুন্সীর ছেলে।

র‌্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) মো. মাশকুর রহমান বাংলানিউজকে বলেন, ইংরেজীতে ‘রাহাত কবির’ নামক ফেসবুক আইডি থেকে  প্রধানমন্ত্রী ও রাষ্ট্রের বিরুদ্ধে মিথ্যা এবং মানহানিকর তথ্য, বিভিন্ন ছবি-ভিডিও প্রচার সহ অন্যের পোস্ট শেয়ার করে নানা রকম গুজব রটানোর কাজে লিপ্ত ছিল রাহিদুল ইসলাম।

শনিবার (২৪ আগস্ট) একে খান এলাকায় অভিযান চালিয়ে গুজব রটানোর কাজে ব্যবহৃত ২টি মোবাইল সেট ও ২টি সীম কার্ডসহ তাকে গ্রেফতার করা হয়।

সহকারী পুলিশ সুপার মাশকুর রহমান বলেন, জিজ্ঞাসাবাদে রাহিদুল ফেসবুকসহ বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এ ধরনের গুজব ছড়ানোর কথা স্বীকার করেছে।

তার দেয়া তথ্য যাচাই-বাছাইয়ের ভিত্তিতে এই চক্রের সঙ্গে জড়িত অন্যান্য সদস্যদের গ্রেফতারে অভিযান চলছে। আসামিকে আকবরশাহ থানায় হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬৩০ ঘণ্টা, আগস্ট ২৫, ২০১৯
এসকে/এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।