ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

খালে নিখোঁজ বৃদ্ধের মরদেহ উদ্ধার করলেন ডুবুরিরা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১০ ঘণ্টা, আগস্ট ২৪, ২০১৯
খালে নিখোঁজ বৃদ্ধের মরদেহ উদ্ধার করলেন ডুবুরিরা খালে নিখোঁজ বৃদ্ধের মরদেহ উদ্ধার করলেন ডুবুরিরা

চট্টগ্রাম: কর্ণফুলীর দক্ষিণ পাড়ে শিকলবাহা খালে মাছ ধরতে গিয়ে নিখোঁজ এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছেন ফায়ার সার্ভিসের ডুবুরিরা।

শনিবার (২৪ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে কর্ণফুলী নদীর শাখা শিকলবাহা খালে নিখোঁজ হন স্থানীয় ৩ নম্বর সড়কের বিল্লাহ পাড়া এলাকার নজির আহমদের ছেলে মো. আবুল কাসেম (৬০)।

ফায়ার সার্ভিসের আগ্রাবাদ স্টেশন অফিসার জাহেদ আলম কুতুবী বাংলানিউজকে জানান, অনেক খোঁজাখুঁজি করেও স্থানীয় লোকজন বৃদ্ধের খোঁজ না পেয়ে ফায়ার সার্ভিসকে খবর দেন।

এরপর আগ্রাবাদ থেকে ৫ সদস্যের একটি ডুবুরি টিম নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হই আমরা।

‘সিনিয়র ডুবুরি প্রণব বড়ুয়াসহ অন্য ডুবুরিরা আধঘণ্টা চেষ্টার পর বেলা ২টার দিকে খাল থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার করতে সক্ষম হন।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ’

বাংলাদেশ সময়: ১৫০৫ ঘণ্টা, আগস্ট ২৪, ২০১৯
এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।