ঢাকা, মঙ্গলবার, ৫ চৈত্র ১৪৩০, ১৯ মার্চ ২০২৪, ০৮ রমজান ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

রেলওয়ের পূর্বাঞ্চলে কর্মীদের নিয়ে প্রশিক্ষণ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৫৯ ঘণ্টা, আগস্ট ২৩, ২০১৯
রেলওয়ের পূর্বাঞ্চলে কর্মীদের নিয়ে প্রশিক্ষণ রেলওয়ের পূর্বাঞ্চলে কর্মীদের নিয়ে প্রশিক্ষণ

চট্টগ্রাম: রেলওয়ের পূর্বাঞ্চলে প্রকৌশল বিভাগের আয়োজনে রেলওয়ে ট্র্যাক মেইনটেনেন্স প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে।

শুক্রবার (২৩ আগস্ট) এ প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেল সচিব মো. মোফাজ্জেল হোসেন।

প্রশিক্ষণে রেলওয়ের পূর্বাঞ্চলের ট্র্যাকের বিভিন্ন সমস্যা ও সমাধানের উপায় এবং উন্নয়ন সম্পর্কে আলোচনা করা হয়।

এতে সভাপতিত্ব করেন রেলওয়ের পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক নাসির উদ্দিন আহমেদ।

উপস্থিত ছিলেন রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক (অবকাঠামো) খোন্দকার শহিদুল ইসলাম, রেলওয়ের পূর্বাঞ্চলের অতিঃমহাব্যবস্থাপক সরদার সাহাদাত আলী, এফএএন্ডও (পূর্ব) কামরুন নাহার, দোহাজারী-কক্সবাজার রেল প্রকল্পের পরিচালক মো. মফিজুর রহমান, প্রধান প্রকৌশলী মো. সুবক্তগীন, প্রধান যন্ত্র প্রকৌশলী মো. মিজানুর রহমান ও বিভাগীয় ব্যবস্থাপক মো. বোরহান উদ্দিন।

বাংলাদেশ সময়: ১৮৫০ ঘণ্টা, আগস্ট ২৩, ২০১৯

জেইউ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।