ঢাকা, মঙ্গলবার, ৫ চৈত্র ১৪৩০, ১৯ মার্চ ২০২৪, ০৮ রমজান ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

র‌্যাব সদস্য পরিচয়ে প্রতারণা, আটক ২

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৩ ঘণ্টা, আগস্ট ২৩, ২০১৯
র‌্যাব সদস্য পরিচয়ে প্রতারণা, আটক ২ আটক দুই প্রতারক।

চট্টগ্রাম: র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) সদস্য পরিচয়ে প্রতারণার মাধ্যমে টাকা আদায়ের অভিযোগে দুইজনকে আটক করেছে র‌্যাব।

শুক্রবার (২৩ আগস্ট) নগরের কোতোয়ালী থানাধীন চেরাগি পাহাড় মোড় এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটক দুই প্রতারক হলো- এরশাদ রহমান (৩০) ও মারুফ হোসেন (৩০)।

র‌্যাব-৭ এর মিডিয়া অফিসার মো. মাশকুর রহমান বাংলানিউজকে বলেন, র‌্যাব সদস্য পরিচয়ে এক ব্যক্তির কাছ থেকে প্রতারণার মাধ্যমে টাকা আদায়ের অভিযোগে এরশাদ ও মারুফ নামে দুই প্রতারককে আটক করেছে র‌্যাব সদস্যরা।

সহকারী পু্লিশ সুপার মো. মাশকুর রহমান আরও জানান, র‌্যাব সদস্য পরিচয়ে এক ব্যক্তিকে ভয় দেখিয়ে সাড়ে ৫ লাখ টাকা আদায় করে দুই প্রতারক।

বিষয়টি জানতে পেরে র‌্যাব অভিযান চালিয়ে দুই প্রতারককে আটক করে। তাদের কাছ থেকে টাকাগুলো উদ্ধার করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৩১০ ঘণ্টা, আগস্ট ২৩, ২০১৯
এসকে/এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।